পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Kolkata Metro: নতুন রূপে সেজে উঠবে নর্থ সাউথ মেট্রো করিডোরের স্মার্ট গেট - নতুন রূপে সেজে উঠবে নর্থ সাউথ মেট্রো করিডোর

এবার ব্র্যান্ডিংয়ের আওতায় আনা হল মেট্রোর স্মার্ট গেটের এফসি পিসি ফ্ল্যাপকেও (Metro Rail) । এই ফ্ল্যাপের উপরের অংশ বেসরকারি সংস্থার বিজ্ঞাপন লাগাতে ব্যবহার করা হবে ।

Branding of Flaps of AFA PC gates in North South Metro Corridor
Branding of Flaps of AFA PC gates in North South Metro Corridor

By

Published : Sep 19, 2022, 2:26 PM IST

কলকাতা, 19 সেপ্টেম্বর: ধীরে ধীরে বাড়ছে মেট্রোয় ব্রান্ডিংয়ের পরিসর । স্মার্ট কার্ড থেকে শুরু করে সর্বত্রই ব্র্যান্ডিংয়ের ছোঁয়া লেগেছে । এবার ব্র্যান্ডিংয়ের আওতায় আনা হল মেট্রোর স্মার্ট গেটের এফসি পিসি ফ্ল্যাপকেও (Branding of Flaps of AFA PC gates) । এমনটাই জানা গিয়েছে কলকাতা মেট্রোরেল কতৃপক্ষের তরফে (Kolkata Metro Rail) ।

এবার এই ফ্ল্যাপের উপরের অংশ বেসরকারি সংস্থার বিজ্ঞাপন লাগাতে ব্যবহার করা হবে । নর্থ সাউথ মেট্রো করিডোরের (North South Metro Corridor) প্রতিটি স্টেশনের স্মার্ট গেটের এই ফাঁকা অংশে লাগতে চলেছে বিজ্ঞাপন । একটি বেসরকারি সংস্থার সঙ্গে দু বছরের জন্য যুক্তিবদ্ধ হয়েছে মেট্রোরেল ।

করোনাকালে প্রথম ও দ্বিতীয় লকডাউনের জেরে একটা দীর্ঘ সময় ধরে বন্ধ ছিল মেট্রো পরিষেবা । আবার পরিষেবা চালু হলেও সংক্রমনের ভয় ভিড়ও ছিল অনেকটাই কম । তবে পরিস্থিতি স্বাভাবিক হতে এখন আবার ফিরেছে আগের চিত্র । তাই কলকাতা মেট্রোর আয় বাড়াতে রেল কতৃপক্ষ এই ধরনের বিভিন্ন বিকল্প পথ নিয়েছে । এর ফলে বার্ষিক আয়ও বাড়বে অনেকটাই বলে মনে করা হচ্ছে ।

আরও পড়ুন:পুজোর চার দিন মেট্রো চলবে ভোর চারটে পর্যন্ত

এর আগে স্মার্ট কার্ড, হ্যান্ডেল, অটোম্যাটিক স্মার্ট কার্ড রিচার্জ মেশিন, লাইন লাগোয়া দেওয়াল সবেতেই বিজ্ঞাপন লাগাবার ব্যবস্থা করা হয়েছে । এতে যেমন লাভবান হয়েছে মেট্রো তেমনই বেসরকারি সংস্থা তাদের বিজ্ঞাপন দিতে ও জনসংযোগ বাড়াতেও এগিয়ে এসেছে । কলকাতা মেট্রোর একাধিক স্টেশনকে ব্র্যান্ডিংয়ের জন্য বেছে নেওয়া হয়েছে- করুণাময়ী, শোভাবাজার সুতানুটি, চাঁদনীচক, ফুলবাগান, বেঙ্গল কেমিক্যাল, সিটি সেন্টার ও বরাহনগর । ঠিক একই ভাবে ইস্ট-ওয়েস্ট মেট্রোর স্টেশনগুলির ক্ষেত্রেও ব্র্যান্ডিং করা হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details