পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Organ Donation: ফের কলকাতায় নজির, মৃত্যুর পর মায়ের অঙ্গদান নার্সের - Organ Donation in Kolkata

একবালপুরের একটি বেসরকারি হাসপাতালে ব্রেন ডেথ হয় এক প্রৌঢ়ার (Brain Death Patient) ৷ তাঁর মেয়ে মায়ের অঙ্গদানের সিদ্ধান্ত নিয়েছেন ৷

Organ Donation
Organ Donation

By

Published : Jan 21, 2023, 8:05 PM IST

কলকাতা, 21 জানুয়ারি: ফের একাধিক অঙ্গদান শহর কলকাতায় (Organ Donation in Kolkata) । একবালপুরের এক বেসরকারি হাসপাতালে এক ভদ্রমহিলা তপতী কুইল্যা ব্রেন ডেথ (Brain Death) হয় । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 50 । গত 6 জানুয়ারি ম্যাসিভ ব্রেন স্ট্রোকে মৃত্যু হয় তাঁর । তারপরেই মৃতার পরিবার তপতীর অঙ্গদানের সিদ্ধান্ত নেন ।

ওই বেসরকারি হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ভর্তির পর থেকেই তপতী কুইল্যার শারীরিক অবস্থার অবনতি হয় । চলে যান সম্পূর্ণ কোমাতে । শেষ 48 ঘণ্টা পরিস্থিতি আরও খারাপ হয়ে যায় । অবশেষে চলতি মাসের 6 তারিখ জীবন যুদ্ধে হার মানেন তিনি । তারপর তাঁর পরিবার অঙ্গদানের সিদ্ধান্ত নেন । সেই মতো তপতীর হার্ট যাচ্ছে মুকুন্দপুরের একটি হাসপাতালে । লিভার যাবে বাইপাস ধারে একটি বেসরকারি হাসপাতালে । দু’টি কিডনি কমান্ড হাসপাতালে এবং কর্নিয়া দু’টি সংরক্ষিত থাকবে মুকুন্দপুরের চোখের হাসপাতালে ।

মৃতার মেয়ে একবালপুরের বেসরকারি হাসপাতালের নার্স । মায়ের একাধিক অঙ্গদান করায় খুশি তিনি । তিনি বলেন, "মায়ের অঙ্গদান করতে পারায় আমি খুব খুশি । গর্ব বোধ হচ্ছে । মা মারা গেলেও কারও মধ্যে তিনি জীবিত থাকবেন ।"

তবে এই প্রথম নয়, এর আগেও কলকাতায় অঙ্গদানের বহু নজির তৈরি হয়েছে ৷ কয়েক সপ্তাহ আগেই বর্ধমানের হাটগোবিন্দপুরের বাসিন্দা নাট্যকর্মী হিরণ্ময় ঘোষালের মৃত্যুর পর অঙ্গদান করা হয় ৷ কলকাতার বেসরকারি হাসপাতালে ব্রেন ডেথে মৃত্যু হওয়ার পর পরিবারের পক্ষ থেকে নেওয়া হয় ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 54 । তাঁর অঙ্গ দেওয়া হয়েছে সাতজনকে ৷

ওই ঘটনা নিয়ে হইচই পড়েছিল ৷ কারণ, রাজ্য তথা পূর্ব ভারতে একজনের থেকে এতজনের জীবন ফিরে পাওয়া প্রথম বলে জানিয়েছিলেন চিকিৎসকরা । হিরণ্ময়ের কর্নিয়া, লিভার, কিডনি, ফুসফুস ও হার্ট দান করা হয় । চারটি গ্রিন করিডর করে সেই অঙ্গগুলি যথাস্থানে পৌঁছানোর ব্যবস্থা করা হয়৷ চেন্নাই থেকে বিশেষ বিমান আসে । সেই বিমানে হিরণ্ময়বাবুর ফুসফুস যাবে চেন্নাই । হাসপাতাল থেকে গ্রিন করিডরে যাওয়া হবে বিমানবন্দর পর্যন্ত ।

সেদিন এক চিকিৎসক বলেছিলেন, অঙ্গদান সম্পর্কে সচেতনতা আরও বাড়লে বহু মানুষের জীবন বাঁচাতে পারে । আমরা সেই কাজটাই করে চলেছি । আশা করব আমাদের ঘোষাল পরিবারের মতো বাকিরাও এগিয়ে আসবে।" দেখা গেল কয়েক সপ্তাহের মধ্যে ব্রেন ডেথে মারা যাওয়া আরও এক রোগীর পরিবার এগিয়ে এলেন অঙ্গদানের জন্য ৷

আরও পড়ুন:একটি শরীর বাঁচবে 7টি প্রাণ ! অঙ্গদানে ফের নজির গড়ল তিলোত্তমা

ABOUT THE AUTHOR

...view details