পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Gangasagar Water at Post Office: বোতল বন্দি গঙ্গাসাগরের জল কেনা যাবে ডাকঘরে

এবার বোতল বন্দি গঙ্গাসাগরের জল কেনা যাবে ভারতীয় ডাকঘর থেকে ৷ কলকাতা জিপিও-তে আজ এর উদ্বোধন করা হয়েছে ৷ থাকছে অনলাইন বুকিংয়ে হোম ডেলিভারির ব্যবস্থাও ৷ মূলত বাণিজ্যিকভাবে ডাকঘরকে লাভবান করতে এই ব্যবস্থা ৷

Gangasagar Water at Post Office ETV BHARAT
Gangasagar Water at Post Office

By

Published : Jul 3, 2023, 10:46 PM IST

বোতল বন্দি গঙ্গাসাগরের জল পাওয়া যাবে ডাকঘরে

কলকাতা, 3 জুলাই: সব তীর্থ বার বার, গঙ্গাসাগর একবার ৷ আর সেই গঙ্গাসাগরে পূণ্যস্নান করতে চাইলেও অনেকেই পেরে ওঠেন না, নানা কারণে ৷ তাই আক্ষেপ থেকে যায় ভক্ত মনে ৷ তবে, এবার সেই আক্ষেপের দিন শেষ হওয়ার পথে ৷ সৌজন্যে ইন্ডিয়া পোস্ট বা ভারতীয় ডাকঘর ৷ এবার ডাকঘরগুলিতে নামমাত্র দামে পাওয়া যাবে পূণ্যভূমি গঙ্গাসাগরের বোতল বন্দি জল ৷ সোমবার জিপিও-তে এর আনুষ্ঠানিক উদ্বোধন হল ৷ 250 মিলি লিটার গঙ্গাসাগরের জলের দাম করা হয়েছে 30 টাকা ৷ ডাক বিভাগের কর্তাদের উপস্থিতিতে গঙ্গাসাগরের জলের বোতলের আনুষ্ঠানিক উদ্বোধন হয় ৷ পাশাপশি বিক্রির জন্য কাউন্টারও খোলা হয়েছে ৷ শুরুতেই কলকাতার 10টি ডাকঘরে পাওয়া যাবে এটি ৷

এতদিন বোতলে ভরে গঙ্গার জল বিক্রি করেছিল ডাক বিভাগ ৷ সারাও মিলেছে ভালো ৷ ইতিমধ্যে 4 লক্ষ গঙ্গাজলের বোতল বিক্রি হয়েছে ৷ এবার গঙ্গাসাগরের জল বিক্রি হবে বোতলে ভরে ৷ সিদ্ধান্ত অনুযায়ী. এখন কলকাতার 48টি পোস্ট অফিসে পাওয়া যাবে এই জল ৷ এরপর রাজ্যের প্রায় 1100 পোস্ট অফিসে গঙ্গাসাগরের জল পাওয়া যাবে ৷ পুণ্যার্থীরা চাইলে অনলাইনেও অর্ডার দিতে পারবেন ৷ গঙ্গাসাগরের এই বোতল বন্দি জল ডবল পিউরিফাইড ৷ কিন্তু, পানীয় যোগ্য নয় এই জল ৷ সেই বার্তা বোতলের গায়ে স্পষ্টভাবে লেখা থাকছে ৷ পার্সেল, বিজনেস পার্সেল, রেজিস্ট্রার পার্সেল ও স্পিড পোস্ট এই চার মাধ্যমে অর্ডার করা যাবে ৷

ডাক বিভাগের পোস্ট মাস্টার জেনারেল অনিল কুমার জানান, ‘‘আমরা মানুষকে তাঁদের ধর্মপালনে সহায়তা করতে চাইছি ৷ শ্রাবণ মাসের আগে সব পোস্ট অফিসে পাওয়া যাবে ৷ এই জল বিক্রির উদ্দেশ্য হল, জনসংযোগ ও মানুষের প্রয়োজনীয়তার দিকে নজর রাখা ৷’’ পাশাপশি তিনি জানান, শুধু জল নয়, ডাকঘর এখন আমজনতাকে চিঠি ও আর্থিক লেনদেন ছাড়াও আরও বেশ কিছু পরিষেবা দিচ্ছে ৷ পরিকল্পনা আছে অর্গানিক মশলা বিক্রি হবে ডাকঘর থেকে ৷ ইতিমধ্যে আমজনতার চাহিদার কথা মাথায় রেখে কলকাতায় ই-স্কুটি ভাড়া দেওয়া হচ্ছে 10টি ডাকঘর থেকে ৷ দু-তিন মাস হয়েছে এই পরিষেবা শুরু হয়েছে ৷ চার্জিং স্টেশন হয়েছে 10 জায়গায় ৷

আরও পড়ুন:এলাকার একমাত্র পোস্ট অফিসে নেই ডাক টিকিট, সমস্যায় জয়নগর মজিলপুরের বাসিন্দারা

ডাকঘর থেকে সৌরবিদ্যুতের যন্ত্র ও সৌরবিদ্যুৎ দ্বারা চালিত বিভিন্ন সামগ্রী বিক্রি করা হবে ৷ চিঠি বা আর্থিক লেনদেন বাদ দিলেও রাজ্যের ডাকঘর বিভাগ গত আর্থিক বর্ষে 299.3 কোটি টাকা ব্যবসা করেছে এই সব মিলিয়ে ৷ বাংলায় এই ব্যবসা গত বছরের তুলনায় 86 শতাংশ বেড়েছে ৷ আধার কার্ড বা পাসপোর্ট তৈরি বা গঙ্গা জল বিক্রি করে এসেছে 30 কোটি টাকা ৷

ABOUT THE AUTHOR

...view details