কলকাতা, 3 জুলাই: সব তীর্থ বার বার, গঙ্গাসাগর একবার ৷ আর সেই গঙ্গাসাগরে পূণ্যস্নান করতে চাইলেও অনেকেই পেরে ওঠেন না, নানা কারণে ৷ তাই আক্ষেপ থেকে যায় ভক্ত মনে ৷ তবে, এবার সেই আক্ষেপের দিন শেষ হওয়ার পথে ৷ সৌজন্যে ইন্ডিয়া পোস্ট বা ভারতীয় ডাকঘর ৷ এবার ডাকঘরগুলিতে নামমাত্র দামে পাওয়া যাবে পূণ্যভূমি গঙ্গাসাগরের বোতল বন্দি জল ৷ সোমবার জিপিও-তে এর আনুষ্ঠানিক উদ্বোধন হল ৷ 250 মিলি লিটার গঙ্গাসাগরের জলের দাম করা হয়েছে 30 টাকা ৷ ডাক বিভাগের কর্তাদের উপস্থিতিতে গঙ্গাসাগরের জলের বোতলের আনুষ্ঠানিক উদ্বোধন হয় ৷ পাশাপশি বিক্রির জন্য কাউন্টারও খোলা হয়েছে ৷ শুরুতেই কলকাতার 10টি ডাকঘরে পাওয়া যাবে এটি ৷
এতদিন বোতলে ভরে গঙ্গার জল বিক্রি করেছিল ডাক বিভাগ ৷ সারাও মিলেছে ভালো ৷ ইতিমধ্যে 4 লক্ষ গঙ্গাজলের বোতল বিক্রি হয়েছে ৷ এবার গঙ্গাসাগরের জল বিক্রি হবে বোতলে ভরে ৷ সিদ্ধান্ত অনুযায়ী. এখন কলকাতার 48টি পোস্ট অফিসে পাওয়া যাবে এই জল ৷ এরপর রাজ্যের প্রায় 1100 পোস্ট অফিসে গঙ্গাসাগরের জল পাওয়া যাবে ৷ পুণ্যার্থীরা চাইলে অনলাইনেও অর্ডার দিতে পারবেন ৷ গঙ্গাসাগরের এই বোতল বন্দি জল ডবল পিউরিফাইড ৷ কিন্তু, পানীয় যোগ্য নয় এই জল ৷ সেই বার্তা বোতলের গায়ে স্পষ্টভাবে লেখা থাকছে ৷ পার্সেল, বিজনেস পার্সেল, রেজিস্ট্রার পার্সেল ও স্পিড পোস্ট এই চার মাধ্যমে অর্ডার করা যাবে ৷