পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রাজ্যে একদিনে আক্রান্ত দু'হাজার - CORONAVIRUS

করোনার দৈনিক সংক্রমণ রাজ্যে দুই হাজার ছাড়িয়ে গিয়েছে। অন্যদিকে এই ধরনের পরিস্থিতির মধ্যে এ রাজ্যে করোনার ভ্যাকসিনেশনে নতুন রেকর্ড গড়ল স্বাস্থ্য দফতর। এই রেকর্ড অনুযায়ী একদিনে প্রায় সাড়ে চার লাখ মানুষকে করোনার ভ্যাকসিন দেওয়া হয়েছে। এমনটাই জানিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর ৷

সংক্রমণের পাশাপাশি মৃত্যুও বাড়ল রাজ্যে, ভ্যাকসিনেশনে নতুন রেকর্ড
সংক্রমণের পাশাপাশি মৃত্যুও বাড়ল রাজ্যে, ভ্যাকসিনেশনে নতুন রেকর্ড

By

Published : Apr 7, 2021, 6:54 AM IST

Updated : Apr 7, 2021, 8:45 AM IST

কলকাতা, 7 এপ্রিল : করোনার দৈনিক সংক্রমণের পাশাপাশি মৃত্যু বাড়ল রাজ্যে ।‌ মঙ্গলবার করোনার দৈনিক সংক্রমণ রাজ্যে দুই হাজার ছাড়িয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে রাজ্যে করোনার টিকাকরণে নতুন রেকর্ড গড়ল স্বাস্থ্য দফতর।
স্বাস্থ্য দফতর সূত্রে খবর, শেষ 24 ঘণ্টায় এরাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন দু'হাজার 58 জন। পাশাপাশি দৈনিক মৃত্যুর সংখ্যাও বেড়েছে। শেষ 24 ঘণ্টায় রাজ্যে সাত জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, গত 1 এপ্রিল রাজ্যে দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল দুই জন । 2 এপ্রিল তা বেড়ে হয় চার। 3 এপ্রিল দৈনিক মৃত্যুর সংখ্যা বেড়ে পাঁচ হলেও, গত 4 এবং 5 এপ্রিল রাজ্যে করোনায় দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল চার। 6 এপ্রিল এই দৈনিক মৃত্যুর সংখ্যা বেড়ে সাতে পৌঁছেছে ।

আরও পড়ুন :প্রথমবারের থেকেও বেশি দ্রুত সংক্রমণ করোনার

এদিকে, টিকাকরণে নতুন রেকর্ড তৈরি করল স্বাস্থ্য দফতর। এই বিষয়ে স্বাস্থ্য অধিকর্তা অজয়কুমার চক্রবর্তী বলেন, "5 এপ্রিল রাজ্যে চার লাখ 45 হাজার 898 জনকে COVID-19 টিকা দেওয়া সম্ভব হয়েছে । রাজ্যে এই প্রথম করোনার দৈনিক টিকাকরণে চার লাখের লক্ষ্যমাত্রা পেরিয়ে গিয়েছে ।" তবে, কো-উইন পোর্টালে কিছু সমস্যা দেখা দেওয়ার কারণে মঙ্গলবার টিকাকরণ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য স্বাস্থ্য দফতরের তরফে বলা সম্ভব হয়নি । শেষ পাওয়া খবর অনুযায়ী , এরাজ্যে ইতিমধ্যে 60 লাখের বেশি মানুষকে করোনা টিকা দেওয়া সম্ভব হয়েছে ৷

Last Updated : Apr 7, 2021, 8:45 AM IST

ABOUT THE AUTHOR

...view details