পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বরো আধিকারিকদের ঘেরাও করে বিক্ষোভ সাফাই কর্মীদের

বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে গতকাল পথে নামেন কলকাতা পৌরনিগমের সাফাই কর্মীরা ৷ ঘটনার তীব্র নিন্দা করেছেন কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম ৷

কলকাতা পৌরসংস্থা
কলকাতা পৌরসংস্থা

By

Published : Jan 12, 2021, 8:32 AM IST

কলকাতা, 12 জানুয়ারি : বেতন বৃদ্ধিসহ একগুচ্ছ দাবিতে কলকাতা পৌরনিগমের 14 নম্বর বরো অফিসের বাইরে বিক্ষোভ দেখান সাফাই কর্মীরা ৷ ঘেরাও করা হয় 14 নম্বর বরোর আধিকারিকদের ৷ অবস্থা নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ ৷

বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে গতকাল পথে নামেন কলকাতা পৌরনিগমের সাফাই কর্মীরা ৷ 14 নম্বর বরোর এগজ়িকিউটিভ আধিকারিক ও ইঞ্জিনিয়রদের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করতে থাকেন তাঁরা ৷ অফিসের মধ্যেই আটকে পড়েন বিভিন্ন দপ্তরের শীর্ষ আধিকারিকরা ৷ বিষয়টি পৌর আধিকারিকদের জানান পৌরনিগমের প্রশাসকমণ্ডলীর সদস্য দেবব্রত মজুমদার ৷ এরপরই ঘটনাস্থানে পুলিশ গিয়ে উদ্ধার করেন আধিকারিকদের ৷

আরও পড়ুন :কোন সোনার বাংলা গড়েছেন উনি ? মমতাকে কটাক্ষ শোভনের

এই ঘটনার বিরুদ্ধে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম ৷ তিনি বলেন, "এই ধরনের আন্দোলনকে কখনই সমর্থন করা যায় না। নাগরিক পরিষেবা বন্ধ করে দিয়ে এই ধরনের আন্দোলন ঠিক নয়। এর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে।"

ABOUT THE AUTHOR

...view details