কলকাতা, 22 ডিসেম্বর: নতুন রূপে সেজে উঠল বোড়াল টিভি হাসপাতাল ৷ সামনে ফুলের বাগান, চকচকে কাচের জানালা ৷ নীল-সাদা আলোর রশিতে মুড়ে ফেলা হয়েছে ভবনকে ৷ এই উদ্যোগ নিয়েছেন স্থানীয় কাউন্সিলর সন্দীপ দাস ৷ দীর্ঘদিন সংস্কারের অভাবে ভগ্ন অবস্থায় ছিল ভবনটি ৷ হাসপাতাল চত্বর আগাছায় ভরা ৷ আলো ছিল না ৷ সন্ধ্যা নামলে বিল্ডিংয়ের কয়েকটি জানালা দিয়ে আলো উঁকি মারত ৷ এর বাইরে সব অন্ধকার ৷ এমনটাই ছিল গড়িয়ার সেন্ট টেরেসা কলকাতা মেমোরিয়াল টিবি হাসপাতাল ৷ লোকমুখে যা বোড়াল টিবি হাসপাতাল নামে পরিচিত (Saint Teresa Kolkata Memorial TB Hospital) ৷
পরিকাঠামো থাকলেও এই হাসপাতালে টিবি রোগী সংখ্যা কম ৷ কলকাতা কর্পোরেশন সূত্রে খবর, বামফ্রন্ট আমলে যক্ষ্মা রোগীদের চিকিৎসায় 18 কাঠা জমিতে গড়ে উঠেছিল এই হাসপাতাল ৷ একসময় প্রচুর টিবি রোগী এখানে ভর্তি হতেন ৷ এখন বোর্ড পরিবর্তন হয়েছে ৷ কিন্তু সংস্কারের অভাবে ধীরে ধীরে ভগ্নদশায় পড়ে থাকে হাসপাতালটি ৷ রোগীর সংখ্যাও তলানিতে এসে ঠেকেছে ৷ 151 টি শয্যা থাকলেও বর্তমানে রোগী ভর্তি রয়েছেন মাত্র 30 জন ৷ স্বভাবত, পড়ে থেকে নষ্ট হচ্ছে হাসপাতালের বিশালাকার পরিকাঠামো ।