পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Boral TB Hospital: ভোল বদলে নতুন রূপে আলোকময় বোড়ালের টিবি হাসপাতাল - বোড়াল টিবি হাসপাতাল

বাম জমানায় 18 কাঠা জমির উপর তৈরি হয়েছিল সেন্ট টেরেসা কলকাতা মেমোরিয়াল টিবি হাসপাতাল ৷ গড়িয়ার এই হাসপাতালে সে সময় যক্ষ্মার চিকিৎসা হত ৷ এখন কী অবস্থা (Saint Teresa Kolkata Memorial TB Hospital) ?

TB Hospital
ETV Bharat

By

Published : Dec 22, 2022, 6:56 AM IST

কলকাতা, 22 ডিসেম্বর: নতুন রূপে সেজে উঠল বোড়াল টিভি হাসপাতাল ৷ সামনে ফুলের বাগান, চকচকে কাচের জানালা ৷ নীল-সাদা আলোর রশিতে মুড়ে ফেলা হয়েছে ভবনকে ৷ এই উদ্যোগ নিয়েছেন স্থানীয় কাউন্সিলর সন্দীপ দাস ৷ দীর্ঘদিন সংস্কারের অভাবে ভগ্ন অবস্থায় ছিল ভবনটি ৷ হাসপাতাল চত্বর আগাছায় ভরা ৷ আলো ছিল না ৷ সন্ধ্যা নামলে বিল্ডিংয়ের কয়েকটি জানালা দিয়ে আলো উঁকি মারত ৷ এর বাইরে সব অন্ধকার ৷ এমনটাই ছিল গড়িয়ার সেন্ট টেরেসা কলকাতা মেমোরিয়াল টিবি হাসপাতাল ৷ লোকমুখে যা বোড়াল টিবি হাসপাতাল নামে পরিচিত (Saint Teresa Kolkata Memorial TB Hospital) ৷

পরিকাঠামো থাকলেও এই হাসপাতালে টিবি রোগী সংখ্যা কম ৷ কলকাতা কর্পোরেশন সূত্রে খবর, বামফ্রন্ট আমলে যক্ষ্মা রোগীদের চিকিৎসায় 18 কাঠা জমিতে গড়ে উঠেছিল এই হাসপাতাল ৷ একসময় প্রচুর টিবি রোগী এখানে ভর্তি হতেন ৷ এখন বোর্ড পরিবর্তন হয়েছে ৷ কিন্তু সংস্কারের অভাবে ধীরে ধীরে ভগ্নদশায় পড়ে থাকে হাসপাতালটি ৷ রোগীর সংখ্যাও তলানিতে এসে ঠেকেছে ৷ 151 টি শয্যা থাকলেও বর্তমানে রোগী ভর্তি রয়েছেন মাত্র 30 জন ৷ স্বভাবত, পড়ে থেকে নষ্ট হচ্ছে হাসপাতালের বিশালাকার পরিকাঠামো ।

আরও পড়ুন: গুজরাত-ওড়িশায় কোভিডের নয়া প্রজাতির হানা, জনবহুল স্থানে মাস্ক ব্যবহারের পরামর্শ কেন্দ্রের

স্থানীয়দের দাবি, এত বড় হাসপাতালে শুধু টিবির চিকিৎসা কেন ? বাকি অন্য রোগের চিকিৎসা পরিষেবাও চালু হোক ৷ বাসিন্দাদের এমন দাবির কথা উপর মহলে পৌঁছানোর আশ্বাস দিয়েছেন স্থানীয় 111 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ৷ সম্প্রতি বিষয়টি নিয়ে স্থানীয় বিধায়ক অরূপ বিশ্বাস, ডেপুটি মেয়র অতীন ঘোষ এবং স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগমের সঙ্গে কথা বলেছেন ৷ এই প্রসঙ্গে কাউন্সিলর সন্দীপ দাস জানান, স্বাস্থ্য দফতরের অনুমতি মিললে সাধারণ হাসপাতাল হবে ৷ তবে বড়দিনের আগে হাসপাতালটিকে সাজিয়ে তুলতে পেরেছি ৷ সাধারণ হাসপাতাল না হলেও অন্তত আগামী দিনে যেন এটাই মডেল টিভি হাসপাতাল হয়ে ওঠে, সেই চেষ্টা করব ৷

ABOUT THE AUTHOR

...view details