বিধাননগর, ১৩ ফেব্রুয়ারি : বইমেলার নিজেদের বই বিক্রি গতবারের চেয়ে পাঁচগুণ বেড়েছে। BJP-র তরফে এমনটাই জানানো হয়েছে। তাদের তরফে আরও জানানো হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও শ্যামাপ্রসাদের বই বিক্রি বেড়েছে কয়েকগুণ।
বইমেলায় নিজেদের বই বিক্রি বেড়েছে পাঁচগুণ, দাবি BJP-র - book sales increased
ইমেলার নিজেদের বই বিক্রি গতবারের চেয়ে পাঁচগুণ বেড়েছে। BJP-র তরফে এমনটাই জানানো হয়েছে।
বইমেলায় স্টলের অবস্থান ও আয়তন নিয়ে মেলা কর্তৃপক্ষের সঙ্গে BJP নেতাদের মন কষাকষি ছিল আগে থেকেই। তার সঙ্গে যোগ হয়েছিল নতুন বিতর্ক। শ্যামাপ্রসাদের উপর লেখা বই উদ্বোধনের জন্য অডিটোরিয়াম চাওয়া হয়েছিল। কিন্তু, তা মেলেনি। তা সত্ত্বেও তারা বইমেলায় দাগ রেখেছে বলে দাবি BJP-র।
সাতবছর ধরে বইমেলায় স্টল দিচ্ছে BJP। BJP সূত্রে খবর, সোমবার রাত পর্যন্ত স্টলে ১ লাখ ৩৯ হাজার বই বিক্রি হয়েছে। বেশরভাগটাই সংঘ ও BJP নেতাদের লেখা বই। BJP নেতাদের দাবি, রাজনৈতিক প্রতিকূলতা সত্ত্বেও তৃণমূলের জাগো বাংলাকে টক্কর দিয়েছে তারা।