কলকাতা, 9 মার্চ:কুন্তল ঘোষের (Kuntal Ghosh) কাছ থেকে টাকা নেওয়ার কথা স্বীকার করে নিলেন টলিউডের অভিনেতা বনি সেনগুপ্ত (ED Interrogates Bonny)। ইডির প্রথম দফার জেরা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন, 35 থেকে 40 লক্ষ টাকার মধ্যে গাড়ি কেনার জন্য তাঁর চুক্তি হয়েছিল কুন্তলের সঙ্গে । তদন্তে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন অভিনেতা । ফের তাঁকে জেরা করা শুরু করেছেন ইডির তদন্তকারী আধিকারিকরা ৷
নিয়োগ দুর্নীতি কাণ্ডের (Recruitment Scam Case) তদন্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে আসে টলিউড অভিনেতা বনি সেনগুপ্তের নাম (ED Summons Bonny Sengupta)। শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষের (Kuntal Ghosh) সমস্ত ব্যাংক অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য ঘেঁটে ইডির গোয়েন্দারা জানতে পারেন যে, বিভিন্ন সময় অভিনেতা বনি সেনগুপ্তর সঙ্গে আর্থিক লেনদেন করেছিলেন কুন্তল ।
শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডের টাকা টলিউড অভিনেতা বনি সেনগুপ্তর অ্যাকাউন্টে পাচার করা হয়েছিল বলে সন্দেহ হয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দাদের । কুন্তলের অ্যাকাউন্ট থেকে কীভাবে লক্ষাধিক টাকা টলিউড অভিনেতা বনি সেনগুপ্তর অ্যাকাউন্টে পৌঁছল ? এই প্রশ্নের উত্তর খুঁজতে শুক্রবার অভিনেতাকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দেয় ইডি। তবে শুক্রবারের পরিবর্তে আজই সিজিও কমপ্লেক্সে চলে যান বনি সেনগুপ্ত ৷