কলকাতা, 15 জুন: হাড়হিম করা সন্ত্রাস চলছে রাজ্যে ৷ পুলিশ নির্বিকার ৷ গোটা ঘটনা জানানো হচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ৷ পঞ্চায়েতের মনোনয়ন পেশ নিয়ে রাজ্যের বিভিন্ন অংশে হিংসার ঘটনার প্রতিক্রিয়া দিতে গিয়ে এ কথা জানালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ।
ভাঙড় তো অগ্নিগর্ভ ছিলই ৷ বৃহস্পতিবার সেখানে পরিস্থিতির আরও অবনতি হয় ৷ তার উপর এ দিন গুলি-বোমার তাণ্ডবে তীব্র উত্তেজনা ছড়ায় উত্তর দিনাজপুরের চোপড়াতেও ৷ এই নিয়েই পঞ্চায়েত ভোটের আগে তুলকালাম পরিস্থিতি রাজ্য-রাজনীতির । এ বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের পুলিশ ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিলেন সুকান্ত মজুমদার ৷
চোপড়া প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি এ দিন বলেন, "চোপড়া ব্লকে আমরা কোনও মনোনয়ন জমা দিতে পারিনি । প্রথম দিন থেকে বিডিও অফিসের 300 মিটারের মধ্যে কয়েকশো লোক অস্ত্র নিয়ে পালা করে সেখানে থেকেছে । 2021 সালে বিজেপি ওখানে ক্ষতিগ্রস্ত হয় । তাই এখন বিরোধী দল কংগ্রেস-সিপিএম, তাদেরকেও অপহরণ করে রেখেছিল প্রথমে । আজ যখন তারা মিছিল করছিল, তখন সেখানে হামলা হয় । এটাকে হাড়হিম করা সন্ত্রাস বলে । বিজেপি ওখানে একটিও মনোনয়ন জমা করতে পারেনি সন্ত্রাসের জন্য । ঠিক এই কারণে আমি এসডিও অফিসে নমিনেশন জমা করার কথা বললেও নির্বাচন কমিশন তাতে রাজি হয়নি ।" এমনকী হুগলি জেলায় পুলিশের পোশাক বেআইনি ভাবে তৈরি করা হচ্ছে বলেও অভিযোগ তোলেন তিনি ।