পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Sukanta on Panchayat Violence: হাড়হিম করা সন্ত্রাস চলছে রাজ্যে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে সব জানানো হচ্ছে: সুকান্ত - কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

রাজ্যের বিভিন্ন প্রান্তে হিংসার ঘটনায় সরকার ও নির্বাচন কমিশনের তীব্র সমালোচনা করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার । তিনি বলেন, সব ঘটনা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জানানো হচ্ছে ৷

Sukanta Majumdar
Sukanta Majumdar

By

Published : Jun 15, 2023, 7:56 PM IST

কলকাতা, 15 জুন: হাড়হিম করা সন্ত্রাস চলছে রাজ্যে ৷ পুলিশ নির্বিকার ৷ গোটা ঘটনা জানানো হচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ৷ পঞ্চায়েতের মনোনয়ন পেশ নিয়ে রাজ্যের বিভিন্ন অংশে হিংসার ঘটনার প্রতিক্রিয়া দিতে গিয়ে এ কথা জানালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ।

ভাঙড় তো অগ্নিগর্ভ ছিলই ৷ বৃহস্পতিবার সেখানে পরিস্থিতির আরও অবনতি হয় ৷ তার উপর এ দিন গুলি-বোমার তাণ্ডবে তীব্র উত্তেজনা ছড়ায় উত্তর দিনাজপুরের চোপড়াতেও ৷ এই নিয়েই পঞ্চায়েত ভোটের আগে তুলকালাম পরিস্থিতি রাজ্য-রাজনীতির । এ বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের পুলিশ ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিলেন সুকান্ত মজুমদার ৷

চোপড়া প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি এ দিন বলেন, "চোপড়া ব্লকে আমরা কোনও মনোনয়ন জমা দিতে পারিনি । প্রথম দিন থেকে বিডিও অফিসের 300 মিটারের মধ্যে কয়েকশো লোক অস্ত্র নিয়ে পালা করে সেখানে থেকেছে । 2021 সালে বিজেপি ওখানে ক্ষতিগ্রস্ত হয় । তাই এখন বিরোধী দল কংগ্রেস-সিপিএম, তাদেরকেও অপহরণ করে রেখেছিল প্রথমে । আজ যখন তারা মিছিল করছিল, তখন সেখানে হামলা হয় । এটাকে হাড়হিম করা সন্ত্রাস বলে । বিজেপি ওখানে একটিও মনোনয়ন জমা করতে পারেনি সন্ত্রাসের জন্য । ঠিক এই কারণে আমি এসডিও অফিসে নমিনেশন জমা করার কথা বললেও নির্বাচন কমিশন তাতে রাজি হয়নি ।" এমনকী হুগলি জেলায় পুলিশের পোশাক বেআইনি ভাবে তৈরি করা হচ্ছে বলেও অভিযোগ তোলেন তিনি ।

আরও পড়ুন:'ভাঙড়ের অশান্তিতে দায়ী আইএসএফ, চোপড়ার ঘটনাতেও যুক্ত নয় তৃণমূল', দাবি মমতার

চোপড়ার পাশাপাশি ভাঙড় নিয়েও রাজ্য সরকার ও নির্বাচন কমিশনের প্রতি খড়গহস্ত হন সুকান্ত মজুমদার ৷ তিনি বলেন, ভাঙড়ে হিংসা চলছে, পুলিশ নির্বিকার । চোপরাতে জীবনহানি হয়েছে । সুকান্তের কথায়, মৃত্যু দিয়ে নির্বাচনের মনোনয়ন শুরু হয়েছিল, মৃত্যু দিয়েই শেষ হচ্ছে । ভোটের দিন, গণনার দিন সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়াবে, তা বোঝা যাচ্ছে না ৷ বিজেপির রাজ্য সভাপতির অভিযোগ, নির্বাচন কমিশনও বুঝতে পারছে না কোন কোন এলাকা স্পর্শকাতর । তাঁর কটাক্ষ, "আদালতের সামনেও নির্বাচন কমিশন কানমোলা খাচ্ছে । আমাদের লজ্জা লাগছে, মুখ্যমন্ত্রীর লজ্জা লাগছে কি না জানি না ।"

সুকান্ত এ দিন জানিয়েছেন, এই সন্ত্রাসের কথা রাজ্য বিজেপি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ইতিমধ্যেই জানিয়েছেন । দরকারে লিখিতভাবেও তাঁরা অভিযোগ দায়ের করবেন বলে জানান তিনি ।

ABOUT THE AUTHOR

...view details