কলকাতা, 27 মার্চ: নাবালিকাকে যৌন নির্যাতনের পর নৃশংস হত্যার (Tiljala Minor Girl Murder Case) ঘটনায় রণক্ষেত্রের চেহারা নিল বন্ডেল গেট ও পিকনিক গার্ডেন এলাকা ৷ এলাকায় পুলিশি নিষ্ক্রিয়তার জন্যই সাত বছরের নাবালিকার মর্মান্তিক পরিণতি হয়েছে - এই অভিযোগকে সামনে রেখে গতকাল রাত থেকেই তীব্র উত্তেজনা ছড়িয়েছে তিলজলা থানা এলাকায় (Tiljala Child Murder Case)। পুলিশের গাড়িতে উঠে ভাঙচুর চালিয়েছে উত্তেজিত জনতা ৷ পুলিশ কিয়স্কেও ভাঙচুর চালানো হয়েছে ৷ পুলিশকে লক্ষ্য করে চলে ইটবৃষ্টি ৷ আগুন ধরিয়ে দেওয়া হয় পুলিশের গাড়িতে ৷
নাবালিকা হত্যার প্রতিবাদে উত্তেজনা ছড়ানোর পর এখনও পর্যন্ত পুলিশ তিনটি মামলা রুজু করে মোট তিনজনকে গ্রেফতার করেছে । কিন্তু এলাকার বাসিন্দাদের অভিযোগ, পুলিশ যদি আগে সক্রিয় ভূমিকা পালন করত, তাহলে 7 বছরের শিশুকে খুন হতে হত না ৷ বাসিন্দাদের অভিযোগ, তাঁরা এই ঘটনার শুধুমাত্র প্রতিবাদ জানিয়েছিলেন এবং সেই প্রতিবাদের জন্যই এলাকার তিনজন যুবককে গ্রেফতারের পর তিলজলা এবং বন্ডেল গেট এলাকায় আরও উত্তেজনা ছড়ায় ।
জানা গিয়েছে, সকাল থেকে দফায় দফায় বন্ডেল গেট চত্বরে উত্তেজনার পর এ দিন দুপুরে শিয়ালদা দক্ষিণ শাখার রেল অবরোধ করা হয় । টায়ার জ্বালিয়ে অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা । রেলপথের পাশাপাশি সড়ক পথও অবরুদ্ধ হয় । এলাকায় বাস, অটো সমস্ত কিছু দাঁড় করিয়ে দেন এলাকার বাসিন্দারা । ব্যস্ত সময়ে তীব্র ভোগান্তির শিকার হতে হয় সাধারণ মানুষকে ।
এই ঘটনায় ইতিমধ্যেই কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে গিয়ে সাধারণ মানুষকে বোঝানোর চেষ্টা করছেন যাতে তাঁরা তাঁদের অবরোধ তুলে নেন । কিন্তু এলাকার বাসিন্দাদের একটাই দাবি, অবিলম্বে গ্রেফতার হওয়া তিনজন যুবককে ছেড়ে দিতে হবে । আর তা না হলে দফায় দফায় বিক্ষোভ আন্দোলন করা হবে ।