কলকাতা, 2 ফেব্রুয়ারি: শহরের ব্যস্ততম উড়ালপুলে বোমাতঙ্ক। বৃহস্পতি সন্ধে সাড়ে আটটা নাগাদ মা উড়ালপুলে (Maa flyover) বোমাতঙ্কের ঘটনা ঘটে। যদিও পরিত্যক্ত স্যুটকেস থেকে কোনও বোমা উদ্ধার হয়নি। ঘটনাস্থলে হাজির হন কলকাতা পুলিশের বম্ব ডিজপোজাল স্কোয়াডের গোয়েন্দারা। এদিন সন্ধেয় উড়ালপুলের উপর একটি পরিত্যক্ত স্যুটকেসকে কেন্দ্র করে এই বোমাতঙ্ক ছড়ায় বলে পুলিশ সূত্রে খবর (Bomb threat at maa flyover on Thursday evening)। তবে প্রায় ঘণ্টাখানেক ধরে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করার পর ওই সুটকেস থেকে কোন বিস্ফোরক উদ্ধার হয়নি। কিন্তু ওই স্যুটকেসটি উড়ালপুলে কে বা কারা রেখে গেল, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
সংশ্লিষ্ট উড়ালপুলের সিসিটিভি ফুটেজও ইতিমধ্যে সংগ্রহ করেছেন তদন্তকারী আধিকারিকরা। সন্ধে সাড়ে আটটা নাগাদ মা উড়ালপুলের মত একটি ব্যস্ত জায়গায় বোমাতঙ্কের ঘটনার ফলে যথেষ্ট চাঞ্চল্য ছড়ায়। কিছু সময়ের জন্য সেখানে যান চলাচল পর্যন্ত নিয়ন্ত্রণ করা হয়। বম্ব স্কোয়াড ঘটনাস্থলে পরীক্ষা-নিরীক্ষার পর পরিত্যক্ত স্যুটকেস থেকে কোনও বিস্ফোরক উদ্ধার না-হওয়ার ফলে উড়ালপুলে ফের যান চলাচল স্বাভাবিক করে দেওয়া হয় বলে পুলিশ সূত্রের খবর।