পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বেনিয়াপুকুর থেকে উদ্ধার 26টি বোমা - bomb

বেনিয়াপুকুর থেকে উদ্ধার 26টি তাজা বোমা ৷ এর আগে গতকাল 22টি বোমা উদ্ধার হয় তিলজলা এলাকা থেকে ৷ এবিষয়ে কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান মুরলিধর শর্মা জানান, ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ।

beniapukur
উদ্ধার 26 টি তাজা বোমা

By

Published : Mar 27, 2021, 12:19 PM IST

কলকাতা, 27 মার্চ : তিলজলার পর আজ ফের বেনিয়াপুকুর থেকে উদ্ধার হল প্রায় 26টি তাজা বোমা ৷ পরপর দু‘দিন কলকাতা শহর থেকে প্রচুর পরিমাণে বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য় ছড়িয়েছে ৷ গতকাল সকালে তিলজলা এলাকা থেকে একটি পলিথিন ব্য়াগে 22টি বোমা রাখা ছিল ৷ সেগুলি উদ্ধার করে পুলিশ ৷

পুলিশ জানিয়েছে, আজ সকালে তাঁদের কাছে খবর যায় ৷ জানানো হয়, বেনিয়াপুকুর এলাকায় একটি পরিত্য়ক্ত ব্য়াগ পড়ে রয়েছে ৷ বেনিয়াপুকুর থানা থেকে খবর দেওয়া হয় লালবাজারে ৷ সেখান থেকে ঘটনাস্থলে যায় গুণ্ডা দমন শাখার গোয়েন্দা এবং বম্ব ডিসপোজাল স্কোয়াডের কর্মীরা ৷ তাঁরা ওই ব্য়গটি খুলে দেখেন ৷ এবং সেখান থেকে 26টি তাজা বোমা উদ্ধার করা হয় ৷

আরও পড়ুন-খাস কলকাতায় 22টি তাজা বোমা উদ্ধার

পরপর দু‘দিন বোমা উদ্ধারের ঘটনায় প্রশ্ন উঠছে এলাকার নিরাপত্তা নিয়ে ৷ কে বা কারা এত বোমা নিয়ে আসছে তা নিয়েও উঠছে প্রশ্ন ৷ যদিও এবিষয়ে কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান মুরলিধর শর্মা জানান, ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ।

ABOUT THE AUTHOR

...view details