কলকাতা, 11 সেপ্টেম্বর: কাউন্সিলরের ছেলের রহস্যমৃত্যু ৷ ঝুলন্ত অবস্থায় ছেলের মৃতদেহ পাওয়া গেল কাউন্সিলরেরই অফিস থেকে ৷ চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে শনিবার গভীর রাতে কলকাতার বন্দর এলাকা গার্ডেনরিচে ৷
জানা গিয়েছে, রঞ্জিত শীল গার্ডেনরিচ এলাকায় 133 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর (133 Ward Councillor) তথা 15 নম্বর বোরোর চেয়ারম্যান (15 Borough Chairman) ৷ রাতে তাঁর অফিসের দরজাটি এমনি ভেজানোই ছিল ৷ স্থানীয় তৃণমূল কর্মী-সমর্থকেরা সেই দরজায় সামান্য ধাক্কা দিতেই দরজাটি খুলে যায় এবং চোখে পড়ে ঝুলন্ত দেহ ৷ সেই দৃশ্য দেখে আঁতকে ওঠেন তৃণমূল কর্মীরা ৷ তাঁরা সঙ্গে সঙ্গে কাউন্সিলর রঞ্জিত শীলকে খবর দেন ৷ এছাড়া মেটিয়াবুরুজ থানায় খবর যায় ৷
আরও পড়ুন: প্রাইভেট গাড়ির উপর উলটে গেল লরি, মৃত তৃণমূল কাউন্সিলরের ছেলে
ঘটনাস্থলে পৌঁছন কাউন্সিলর এবং মেটিয়াবুরুজ থানার পুলিশ ৷ শনিবার রাত সাড়ে বারোটা নাগাদ ছেলে পিন্টু শীলের ঝুলন্ত দেহ উদ্ধার হয় কাউন্সিলরের অফিস থেকে । স্বভাবত, এতে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় । দেহটি উদ্ধার করে ইতিমধ্যে তা ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ (Body of TMC councillor son found in councillor office sparks mystery) ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, পিন্টু শীলের দেহে বাহ্যিক আঘাতের কোনও চিহ্ন নেই ৷ লালবাজার হোমিসাইড শাখার গোয়েন্দাদের প্রাথমিক অনুমান ছেলেটি আত্মহত্যা করেছেন । দেহের ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে, জানিয়েছে পুলিশ ।