পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

প্রগতি ময়দান উদ্ধার নিখোঁজ তরুণের দেহ, তদন্তে হোমিসাইড বিভাগ - দেহ উদ্ধার

Youth Body Recovered from Chaubaga Canal: প্রগতি ময়দানের চৌবাগা খাল থেকে উদ্ধার হল এক তরুণের দেহ ৷ গত 9 জানুয়ারি থেকে নিখোঁজ ছিলেন 19 বছরের ওই তরুণ ৷ লালবাজারের হোমিসাইড শাখার গোয়েন্দারা ঘটনার তদন্ত শুরু করেছে ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Jan 12, 2024, 5:25 PM IST

কলকাতা, 12 জানুয়ারি: নিখোঁজ হওয়ার তিনদিন পর চৌবাগা খাল থেকে উদ্ধার হল তরুণের দেহ ৷ তদন্তে নেমে পুলিশের অনুমান খুন করা হয়েছে বিশ্বজিৎ মণ্ডল নামে ওই তরুণকে ৷ আজ প্রগতি ময়দান থানা এলাকার চৌবাগা খাল থেকে উদ্ধার হয়েছে তাঁর দেহ ৷ জানা গিয়েছে, আগেই বিশ্বজিৎকে অপহরণ করে খুনের অভিযোগ তুলেছিল পরিবারের সদস্যরা ৷ প্রগতি থানার পুলিশ খাল দেহ যুবকের দেহ উদ্ধার করে ৷ ঘটনাস্থলে যায় লালবাজারের হোমিসাইড বিভাগের গোয়েন্দারাও ৷

লালবাজার সূত্রের খবর, 19 বছরের বিশ্বজিৎ মণ্ডল দক্ষিণ কলকাতার মুকুন্দপুরের বাসিন্দা ৷ গত 9 জানুয়ারি রাতে পিসির বাড়িতে শীতলা পুজোতে গিয়েছিলেন ৷ সেখান থেকে মেলা দেখতে গিয়েছিলেন বিশ্বজিৎ ৷ কিন্তু, সেখানে কয়েক জন যুবকের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি ৷ কিন্তু, সেই ঘটনার পর থেকেই বিশ্বজিৎকে খুঁজে পাওয়া যাচ্ছিল না ৷ পরিবারের সদস্যরা একাধিক বার তাঁকে ফোন করলেও ফোন তোলেননি তিনি ৷ পরে একাধিকবার চেষ্টা করা হলেও, ফোন সুইচ অফ বলে ৷ ওই রাতেই পরিবারের সদস্যরা পুলিশে অভিযোগ জানিয়েছিল ৷ বিশ্বজিৎকে তাঁর কয়েকজন বন্ধুই অপহরণ করে এই কাণ্ড ঘটিয়েছে বলে পরিবারের অভিযোগ ৷

আজ দুপুরে প্রগতি ময়দান থানায় পরিবারের তরফে লিখিত অভিযোগও দায়ের করানো হয়েছে ৷ খবর পেয়ে লালবাজারের হোমিসাইড বিভাগের গোয়েন্দারা ঘটনাস্থলে পৌঁছন ৷ গোটা বিষয়ে তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ ৷ সমান্তরালভাবে ঘটনার তদন্ত করছে স্থানীয় থানা ৷

নিজের নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের গোয়েন্দারা বিভাগের এক আধিকারিক বলেন, "আমরা তদন্তে নেমে ওই যুবকের পরিবারের সঙ্গে কথা বলেছি ৷ জানতে পেরেছি যে, বিশ্বজিৎ গত মঙ্গলবার ওই এলাকার থানাবেড়িয়া এলাকায় পিসির বাড়ি গিয়েছিলেন ৷ এরপর রাত সাড়ে 9টা নাগাদ তিনি পিসির বাড়ি থেকে বেরিয়ে মেলায় যান ৷ রাতের দিকে রাস্তায় এক যুবকের সঙ্গে বচসায় জড়ান বিশ্বজিৎ মণ্ডল ৷

অভিযোগ, বচসার পর ওই যুবকের বন্ধুরা সেই রাতেই তাঁকে অপহরণ করে ৷ কিন্তু, রাত পেরিয়ে গেলেও তাঁর কোনও খোঁজ পাওয়া যায়নি ৷ আজ সকালে চৌবাগা খালে একটি দেহ ভেসে আসতে দেখেন স্থানীয়রা ৷ সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশে ৷ ঘটনাস্থলে পৌঁছে যায় প্রগতি ময়দান থানার পুলিশ ৷ দেহটি উদ্ধার করে পুলিশ এনআরএস মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ৷

আরও পড়ুন:

  1. বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার মা-বাবা ও ছেলের পচাগলা দেহ, চাঞ্চল্য গড়িয়ায়
  2. চার বছরের ছেলেকে খুন, ব্যাগে করে দেহ লোপাটের চেষ্টা মায়ের
  3. একই দিনে জোড়া খুন মালদায়! ভিন্ন জায়গা থেকে দেহ উদ্ধার, প্রশ্নের মুখে আইনশৃঙ্খলা

ABOUT THE AUTHOR

...view details