কলকাতা, 5 অক্টোবর : টিটাগড়ের বাড়িতে পৌঁছাল মৃত BJP নেতা মণীশ শুক্লার দেহ । আজ রাত প্রায় 8 টা 45 মিনিট নাগাদ টিটাগড়ের বাড়িতে দেহ এসে পৌঁছায় । এদিকে আজ রাজ্যপালের সঙ্গে দেখা করে BJP-র প্রতিনিধি দল । BJP নেতাকে খুনের ঘটনায় CBI তদন্তের আবেদন জানানো হয়েছে রাজ্যপালের কাছে । মণীশ শুক্লার বাবা জানিয়েছেন, তিনি যতটা করার করবেন বলে আশ্বাস দিয়েছেন রাজ্যপাল ।
প্রথমে NRS হাসপাতাল থেকে মৃত BJP নেতা মণীশ শুক্লার দেহ বাইরে আনা হয় । হাসপাতাল চত্বরে ছিল উপচে পড়া ভিড় । স্লোগানে স্লোগানে শিকেয় ওঠে সামাজিক দূরত্ব । BJP সাংসদ অর্জুন সিংয়ের নেতৃত্বে মণীশ শুক্লার দেহ বাইরে নিয়ে আসেন দলীয় কর্মীরা ।
দীর্ঘ 20 ঘণ্টা ধরে NRS হাসপাতালে আটকে ছিল মণীশ শুক্লার দেহ । এই বিলম্ব হওয়ার বিষয় নিয়ে রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করেন BJP কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয় । রাজভবনের হস্তক্ষেপ দাবি করেন তিনি । NRS-এর মর্গের সামনে বিক্ষোভ দেখায় BJP । ময়নাতদন্তের পর NRS থেকে বের করা হয় মৃত BJP নেতার দেহ ।