কলকাতা, 22 নভেম্বর: রেলের পরিত্যক্ত আবাসনে মিলল 18 বছরের বিহারের তরুণীর গলাকাটা দেহ (Body of Bihar girl Recovered at Beliaghata)। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় । ইতিমধ্যেই দেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ ।
গতকাল রাতে ঘটনাটি ঘটেছে এন্টালি থানা এলাকার বেলেঘাটা মেইন রোডের রেলের একটি পরিত্যক্ত আবাসনে । মৃত ওই তরুণীর নাম অঞ্জলি কুমারী । তাঁর বাড়ি বিহারের মধুবনীতে ।
ঘটনায় কলকাতা পুলিশের ডিসি (ইএসডি) প্রিয়ব্রত রায় বলেন, "কিছুদিন আগে বিহারের মধুবনী থেকে এক আত্মীয়ের বাড়িতে কলকাতায় আসেন অঞ্জলি কুমারী নামে 18 বছরের ওই তরুণী । বিকেলে বাইরে বেড়িয়েছিলেন অঞ্জলি ৷ তারপরেই সোমবার রাতে তাঁর দেহ উদ্ধার হয় ৷ চিত্তরঞ্জন কুমার নামে এক ব্যক্তির তরফে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ।"