পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

লেদার কমপ্লেক্স এলাকায় ব্যক্তির দেহ উদ্ধার - Leather Complex area

ট্যানারি কম্পানির একতলা থেকে উদ্ধার ব্যক্তির দেহ ৷ নাম সিরাজ মোল্লা (50) ৷ বাসন্তীর বাসিন্দা ৷

ছবিটি প্রতীকী

By

Published : Aug 12, 2019, 5:15 PM IST

কলকাতা, 12 অগাস্ট : ট্যানারি কম্পানির একতলা থেকে উদ্ধার এক ব্যক্তির দেহ ৷ মৃতের নাম সিরাজ মোল্লা (50) ৷ বানতলা লেদার কমপ্লেক্স এলাকার ঘটনা ৷ গতরাতে দেহটি উদ্ধার করে KLC থানার পুলিশ ৷ ময়নাতদন্তের জন্য দেহটি চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে ৷

পুলিশ সূত্রে খবর, বাসন্তী থানার নতুনহাটের গায়েনপাড়ার বাসিন্দা সিরাজ ৷ গতরাতে রয়কো ট্যানার্স প্রাইভেট লিমিটেড নামে একটি কম্পানির একতলায় সংজ্ঞাহীন অবস্থায় পড়ে থাকতে দেখা যায় তাঁকে ৷ স্থানীয়রা খবর দেয় পুলিশে ৷ পল্ট নম্বর 514, জ়োন 7-এ আসে KLC থানার পুলিশ ৷ ওই ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে ৷ সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয় ৷

তদন্তকারী সূত্রে খবর, ওই ব্যক্তির থুতনি ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন মিলেছে ৷ তাই ওই ব্যক্তিকে খুন করা হয়েছে বলে মনে করছেন তদন্তকারীরা ৷ তাছাড়া ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টেও খুনের প্রমাণ পাওয়া গেছে ৷ কলকাতা পুলিশের DC (পূর্ব) রূপেশ কুমার বলেন, "আমরা একটি দেহ উদ্ধার করেছি ৷ ইতিমধ্যেই খুনের মামলা দায়ের হয়েছে ৷ পুলিশ তদন্ত শুরু করেছে ৷"

ABOUT THE AUTHOR

...view details