কলকাতা, 1 এপ্রিল : নীল-সাদা জামা ও বিশ্ববাংলার লোগো নিয়ে ইতিমধ্যে বিতর্ক দেখা দিয়েছে ৷ এই ইস্যুতে বিরোধী দলগুলি আক্রমণ করছে রাজ্য সরকারকে ৷ তারই মাঝে এদিন স্কুল ইউনিফর্মে বিশ্ববাংলার লোগো রাখার নির্দেশিকা নিয়ে অবস্থান স্পষ্ট করল কলকাতা পৌরনিগম ৷
রাজ্য সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, ছাত্রদের নীল প্যান্ট ও সাদা জামা পড়তে হবে । ছাত্রীদের ক্ষেত্রে নীল-সাদা সালোয়ার কামিজ ও শাড়ি । ইউনিফর্মে স্কুলের লোগোর বদলে থাকবে বিশ্ববাংলার লোগো (Blue-white dress and Biswabangla logo in municipal schools as per the instructions of state) ।
এই নির্দেশিকা নিয়ে এবার কলকাতা পৌরনিগমের শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত মেয়র পারিষদ সদস্য সন্দীপন সাহা বলেন, "সরকারের তরফ থেকে যেমন নির্দেশ দেবে তেমনটাই আমরা পালন করব । দু'মাস আগে বাংলা শিক্ষা পোর্টালের আওতায় এসেছে কেএমসি পৌর স্কুলগুলি । এটা সমস্ত স্কুলকে একছাতার তলায় আনার একটা প্রয়াস । সেখানে রাজ্য সরকারের শিক্ষা দফতর যা নির্দেশ আমাদের দেবে, তা আমরা বাস্তবায়িত করব । রাজ্যের তরফেই এখন ছাত্রছাত্রীদের পোশাক দেওয়া হবে । ফলে পোশাকের মধ্যে যদি সামঞ্জস্য রাখা যায়, যদি সকল ছাত্র-ছাত্রী একই পোশাক পরে তাহলে তার মধ্যে একটি ইতিবাচক চিন্তাভাবনা থাকবে । রাজ্য সরকারি স্কুলের ও পৌর বিদ্যালয়ের পড়ুয়ারা সহজে চিহ্নিত হতে পারবে ।"