পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

15 নভেম্বর কলকাতা পৌরনিগম ঘেরাওয়ের ডাক যুব মোর্চার - BJYM will gherao

আজ BJP-র রাজ্য দপ্তরে জরুরি ভিত্তিতে একটা বৈঠক ডাকা হয় ৷ সেখানেই কলকাতা পৌরনিগম ঘেরাও কর্মসূচিতে সিলমোহর দেওয়া হয় ।

দেখুন

By

Published : Nov 4, 2019, 11:33 PM IST

Updated : Nov 5, 2019, 9:38 AM IST

কলকাতা, 4 নভেম্বর : শহরজুড়ে অবৈধ পার্কিংসহ একাধিক অভিযোগে কলকাতা পৌরনিগমের বিরুদ্ধে সরব BJP-র যুব মোর্চা ৷ 15 নভেম্বর কলকাতা পৌরনিগম ঘেরাও কর্মসূচির ডাক দিল তারা । কাটমানি, ডেঙ্গিতে মৃত্যু, CESC-র বিদ্যুৎ মাশুল, অবৈধ পার্কিংসহ একাধিক ইশুতে কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে একটি স্মারকলিপিও তুলে দেবে যুব মোর্চা ।

যুব মোর্চার অভিযোগ, শহরজুড়ে অবৈধ পার্কিংয়ের রমরমা চলছে । কাউন্সিলররা কাটমানি খাচ্ছেন । যে সমস্ত কাউন্সিলর এই কাজে যুক্ত তাঁদের অবিলম্বে শাস্তি দেওয়া দরকার । শহরে CESC-র বিদ্যুৎ মাশুল কমানোরও দাবি তুলেছে যুব মোর্চা ৷

যুব মোর্চার অভিযোগ, শহরজুড়ে অবৈধ পার্কিংয়ের রমরমা চলছে

যুব মোর্চা সহ-সভাপতি প্রকাশ দাস বলেন, "আজ রাজ্য দপ্তরে জরুরি ভিত্তিতে একটা বৈঠক ডাকা হয় ৷ সেখানেই কলকাতা পৌরনিগম ঘেরাও কর্মসূচিতে সিলমোহর দেওয়া হয় । ওইদিন ঘেরাও কর্মসূচি ছাড়াও মেয়র ফিরহাদ হাকিমকে কলকাতা পৌরনিগমের বেহাল পরিষেবা নিয়ে একটি স্মারকলিপিও তুলে দেওয়া হবে । আমরা তার মুক্ত , জঞ্জাল মুক্ত, কাটমানি মুক্ত, অবৈধ পার্কিং মুক্ত শহরকে ফিরে পেতে চাইছি । এই দাবিতে আমরা আন্দোলনে আছি । ওইদিন 5 হাজার যুব কার্যকর্তা জমায়েত করার টার্গেট নিয়েছি ৷"

Last Updated : Nov 5, 2019, 9:38 AM IST

ABOUT THE AUTHOR

...view details