কলকাতা, 25 অগস্ট: যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে নিপাত যাক সবরকম বাম শক্তি এবং সংগঠন, এই স্লোগান তুলে শুক্রবার বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে মহা মিছিলের ডাক দেওয়া হয় ৷ যাদবপুর বাঁচাও অভিযান নামে এই মিছিল করে যুব মোর্চা। এই মিছিলের নেতৃত্বে ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্য যুব মোর্চার সভাপতি ইন্দ্রনীল খান এবং বিধায়ক অগ্নমিত্রা পল।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে দিয়ে এই মিছিল যাওয়ার সময় মিছিলের থেকে বিজেপির কিছু কর্মী-সমর্থক বিশ্ববিদ্যালয়ের মেইন গেট বন্ধ করে দেওয়া হয়েছে বলে উদ্দেশে জুতো ছুড়ে মারে বলে অভিযোগ। এদিন কলকাতা হাইকোর্টের অনুমতিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নাবালক পড়ুয়ার রহস্য মৃত্যুর সুবিচারের দাবিতে বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে 'যাদবপুর বাঁচাও' কর্মসূচির ডাক দেওয়া হয়।
মিছিলে যোগ দিয়ে শুভেন্দু অধিকারী জানান, জনস্বার্থ নিয়ে এবং প্রাসঙ্গিক কোনও ঘটনার উপরে গোটা রাজ্যে গণতান্ত্রিক রীতি-নীতি না মেনে এই সরকার পুলিশকে দিয়ে অনুমোদন দেয় না। স্বাভাবিকভাবেই যুব মোর্চাকে আদালতের দ্বারস্থ হতে হয়েছিল। তিনি বলেন, "এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও আজ আমাদের এই মহামিছিল করতে হচ্ছে। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ তারা ছাত্র স্বার্থে এবং রাষ্ট্রবাদের পক্ষে প্রতিবাদ জানিয়েছে। তাঁদের সদস্যরা অত্যন্ত ডিসিপ্লিন। তাদের খানিকটা হাঁটতে দিলে এমন কিছু মহাভারত অশুদ্ধ হতো বলে মনে হয় না। তাদেরকে যে কায়দায় আটকানো হয়েছে এটা অত্যন্ত নিন্দনীয়। পুরুষ পুলিশ দিয়ে তাঁদের কিছু মহিলা সদস্যের টেনে-হিঁচড়া প্রিজন ভ্যানে তোলা হয়েছে।" মহিলা সমর্থকদের কাপড় পর্যন্ত পুরুষ পুলিশ ছিঁড়ে দিয়েছে বলেও অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারীর।
JU Student Death Issue: যাদবপুরে পড়ুয়ার মৃত্যুর সুবিচারের দাবিতে পথে বিজেপি যুব মোর্চা - বিধায়ক অগ্নমিত্রা পল
নাবালক পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যুর সুবিচারের দাবিতে পথে বিজেপি যুব মোর্চা ৷ মিছিলে যোগ দিয়ে শুভেন্দু অধিকারী জানান, জনস্বার্থ নিয়ে এবং প্রাসঙ্গিক কোনও ঘটনার উপরে গোটা রাজ্যে গণতান্ত্রিক রীতি-নীতি না মেনে এই সরকার পুলিশকে দিয়ে অনুমোদন দেয় না। স্বাভাবিকভাবেই যুব মোর্চাকে আদালতের দ্বারস্থ হতে হয়েছিল।
Published : Aug 25, 2023, 7:54 PM IST
আরও পড়ুন: ইডির বিরুদ্ধে কলকাতা পুলিশের সাইবার সেলে পালটা অভিযোগ লিপস অ্যান্ড বাউন্সের
রাজ্যপাল সি ভি আনন্দ বোসের বিষয়ে তিনি বলেন, "রাজ্যপাল এই বিষয়ে বিশেষজ্ঞ। তাই ইসরো-র বিজ্ঞানীরাও এখানে এই বিষয়ে কিছু করতে পারবে কি না, আমার ধারণা নেই।" প্রসঙ্গত এদিন বিজেপির এই মহামিছিল গোলপার্ক থেকে ঢাকুরিয়া হয়ে যাদবপুর 8-বি বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। প্রসঙ্গত, এর আগে বিজেপির ধরনা মঞ্চ থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যুব মোর্চাকে যাদবপুর বিশ্ববিদ্যালয় গেট অভিযান কর্মসূচির ডাক দেওয়ার আবেদন জানিয়ে ছিলেন। সেই মতোই এদিন গোলপার্ক থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয় পর্যন্ত মহামিছিলের ডাক দেওয়া হয়েছিল।