কলকাতা, 29 নভেম্বর: শাহী সভার জন্য বিজেপির তরফ থেকে তৈরি করা হয়েছে একটি গণসঙ্গীত । অমিত শাহের সভার আগে সেই গণসঙ্গীত নিয়েই এবার শুরু হয়েছে জোর আলোচনা । অতীতে বিভিন্ন সময় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বাম ও রামের জোটের কথা শোনা গিয়েছে । 29 নভেম্বরের সভা উপলক্ষ্যে তৈরি করা এই গণসঙ্গীত আরও একবার সেই রাম আর বামের জোটের কথাই তুলে ধরছে বলে তৃণমূল কংগ্রেসের দাবি ।
2 মিনিট 42 সেকেন্ডের এই অডিয়োটিতে সাধারণ মানুষের পাশাপাশি বিভিন্ন বিজেপি নেতাকে দেখা গিয়েছে । দেখা গিয়েছে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া রুদ্রনীল ঘোষ এবং শঙ্কুদেব পন্ডাদের মতো নেতাদের । এই নিয়ে বিজেপির নেতা রুদ্রনীল ঘোষ বলেন, ‘‘এই গানের মধ্যেই বোধহয় স্পষ্ট হয়ে যাচ্ছে 24-এর লোকসভা নির্বাচনে আমরা কোন সুর বাঁধতে চাইছি । একই সঙ্গে আগামী দিনে এই পশ্চিমবঙ্গকে পাঁক থেকে বের করে পদ্মের গৌরবে গৌরবান্বিত করার যে অধ্যায় রচনা করতে চাইছি ৷ সাধারণ, বঞ্চিত, গরিব মানুষের জন্য তারই একটা ছোট্ট প্রয়াস এটা ।’’
কিন্তু হঠাৎ করে গণসঙ্গীত কেন, তার কোনও জবাব রুদ্রনীলের কাছে পাওয়া যায়নি । তবে একদা বাম রাজনীতিতে থাকা রুদ্রনীল তৃণমূল ঘুরে বিজেপিতে এলেও এখনও তাঁর মধ্যে সেই বাম ভাবনা যে রয়েছে, এটাকে তারই বহিঃপ্রকাশ বলছে রাজনৈতিক মহলের একাংশ । আবার আর একাংশ বলছে, সামনেই লোকসভা ভোট । বাম ভোট রামে টানতে অতীতেই নানা বার্তা দিয়েছে পদ্ম শিবিরের নেতারা । এবার গণসঙ্গীতকে আশ্রয় করে বামেদের একাংশকে গেরুয়া শিবিরের দিকে টানার কৌশল নিয়েছে বিজেপি ।