পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Post Poll Violence: ভোট পরবর্তী হিংসার অভিযোগে কেন্দ্রীয় বাহিনী আরও 4 সপ্তাহ রাজ্যে রাখতে হাইকোর্টে আবেদন - কলকাতা হাইকোর্ট

Priyanka Tibrewal Urges Calcutta High Court to Extend deadline for Central Force Deployment: পঞ্চায়েত নির্বাচনের ফল প্রকাশের পর আরও 10 দিন রাজ্য়ে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট ৷ সেই নির্দেশ অনুযায়ী, আগামিকাল শনিবার দশম দিন ৷ তার আগে শুক্রবার বাহিনী মোতায়েনের সময়সীমা আরও চার সপ্তাহ বৃদ্ধি করার জন্য আরজি জমা পড়ল কলকাতা হাইকোর্টে ৷

Calcutta HC
Calcutta HC

By

Published : Jul 21, 2023, 4:34 PM IST

কলকাতা, 21 জুলাই: রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সময়সীমা আরও চার সপ্তাহ বাড়ানোর আরজি নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন আইনজীবী তথা বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিবরেওয়াল ৷ তাঁর বক্তব্য, ভোট পরবর্তী হিংসায় এখনও রাজ্যের মানুষ প্রতিদিন আক্রান্ত হচ্ছেন, তাই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী আরও কিছুদিন মোতায়েন রাখার বিষয়ে নির্দেশ দিক আদালত ৷ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে শুক্রবার তিনি এই আরজি জানিয়েছেন ৷

প্রধান বিচারপতি টিএস শিবাজ্ঞানম জানান, এই পরিস্থিতিতে আদালত কোনও নির্দেশ দিতে পারবে না । তবে আদালত স্বরাষ্ট্র মন্ত্রককে অনুরোধ করতে পারে । তার পরে কেন্দ্রের উপর নির্ভর করছে, তারা কী করবে । আপাতত সোমবার মামলাটি শুনানির জন্য রেখেছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ । ইতিমধ্যে কেন্দ্রকে এই মামলার কপি পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফে । অন্যদিকে আইনজীবী ইমেল করে আগেই তাঁর আরজি কেন্দ্রকে জানিয়েছেন । সেই ইমেলের কপি ও হাতে লেখা চিঠি আগামী সোমবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে পেশ করার নির্দেশও দেওয়া হয়েছে ।

আরও পড়ুন:ভোটপরবর্তী হিংসায় কর্মীরা আক্রান্ত, হাইকোর্টের দ্বারস্থ কংগ্রেস

আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়াল এ দিন সকালে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে জানান, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের পঞ্চায়েত নির্বাচনের ফলাফলের পর আরও দশ দিন রাখার নির্দেশ দিয়েছিল আদালত । সেই অনুয়ায়ী সময়সীমা শেষ হয়ে যাচ্ছে আগামিকাল । সেটা আপাতত আরও চার সপ্তাহ বাড়ানো হোক । কারণ, বিভিন্ন জায়গায় মহিলা ও শিশুরা আক্রান্ত হচ্ছে । বিজেপি কর্মীরা ঘরছাড়া । এই পরিস্থিতিতে কেন্দ্রীয় বাহিনী তুলে নেওয়া হলে রাজ্যের মানুষ নিরাপত্তাহীনতার স্বীকার হতে পারেন । রাজ্যে সন্ত্রাসের পরিস্থিতি আরও বাড়তে পারে বলে আশঙ্কা আইনজীবীর ।

উল্লেখ্য, এর আগে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ভোট পরবর্তী হিংসা আটকাতে ও রাজ্যে শান্তি শৃঙ্খলা পরিস্থিতি যাতে বিঘ্নিত না হয়, সেই দিকে তাকিয়েই পঞ্চায়েত নির্বাচনের ফলাফল ১১ জুলাই ঘোষণা হওয়ার পরও আরও দশদিন বাহিনীর জওয়ানদের থাকার নির্দেশ দিয়েছিল । তাই এই মুহূর্তে রাজ্যে কেন্দ্রীয় বাহিনীর প্রায় 65 হাজার জওয়ান রয়েছেন ।

আরও পড়ুন:ভোট পরবর্তী হিংসায় ভাঙড়ে মৃত্যু, প্রতিবাদ বামেদের

পাশাপাশি রাজ্য যেন এদের সঙ্গে সমস্ত রকম আনুসঙ্গিক সহযোগিতা করে, তা দেখার নির্দেশ আদালত দিয়েছিল ডিজিকে । সেই সংক্রান্ত মামলার শুনানি রয়েছে আগামী সোমবার । সেই দিনই প্রিয়াঙ্কা টিবরেওয়ালের আরজির বিষয়ে বিস্তারিত শুনানি হবে ।

ABOUT THE AUTHOR

...view details