পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ইন্দিরাকে সরিয়ে ছিল মানুষ, মমতার ইমারজেন্সিও সরাবে : জাওড়েকর - bjp leader

prakash javadekar

By

Published : Feb 4, 2019, 1:23 PM IST

2019-02-04 12:15:49

প্রকাশ জাওড়েকর : LIVE

কলকাতা, ৪ ফেব্রুয়ারি : CBI-পুলিশ সংঘাত ইশুতে ধরনা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিষয়ে আজ সাংবাদিক বৈঠক করছে BJP নেতৃত্ব। 

  • সৃঞ্জয়, সুদীপ, কুণাল, তাপস পালরা যখন গ্রেপ্তার হয়েছিলেন তখন ধরনায় বসেননি
  • বাংলায় সংবিধান ধ্বংস করা হয়েছে
  • কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরি রাষ্ট্রপতি শাসন চাইছেন। রাহুল গান্ধি মমতাজিকে সমর্থন করছেন। এটা কী ? কংগ্রেসের পিটিশনেই সুপ্রিম কোর্ট তদন্তের নির্দেশ দিয়েছে। এ কেমন দল ?
  • ইন্দিরাজির ইমারজেন্সির সময় আমরা লড়েছিলাম। এখনও লড়ব 
  • আপনিও ইমারজেন্সি এনেছেন, মানুষ লড়বে। আপনাকে সরিয়ে দেবে 
  • মমতাজি আপনাকে বলছি, ইন্দিরা গান্ধিও ইমারজেন্সি এনেছিলেন। মানুষ তাঁকে সরিয়ে দিয়েছিল
  • এটাই তো গণতন্ত্রের হত্যা
  • রাজ্যের বিভিন্ন জেলায় BJP কার্যকর্তাদের খুন হচ্ছে 
  • কাউকে লড়তেই দিল না, এটাই নাকি জয়
  • ৩৪ শতাংশ আনকনটেস্টেড থাকল। এটাই জয় 
  • নির্বাচনই ঠিক মতো হতে দিল না 
  • পঞ্চায়েত নির্বাচনের কথা ভাবুন ? কী হল ?
  • অমিত শাহর সভার পর জমি মালিক, ডেকরেটার্সকে গ্রেপ্তার করা হল। এটা তো ইমারজেন্সি ছাড়া অন্য কিছু নয়
  • এটা গণতন্ত্র ? বিশ্বাস করবেন ?
  • অমিতজি, যোগীজিদের সভা, যাত্রা হতে দিচ্ছে না
  • বাংলায় মমতার ইমারজেন্সি চলছে 
  • পুলিশকে বাঁচানোর চেষ্টা করছেন 
  • তারপরও তদন্ত আটকানোর চেষ্টা করছেন মমতাজি
  • গরিবের অভিশাপ আছে
  • ২০ লাখ মানুষের টাকা গেছে
  • তাই, ৪০ হাজার কোটি টাকার এই দুর্নীতি
  • ডাল মে কুছ কালা নেহি, এখানে ডালই কালা
  • এই ক্ষমতা মমতাজির নেই
  • কংগ্রেস যেভাবে হোক মোদিকে জেলে পাঠাতে চাইত। মুখ্যমন্ত্রী থাকাকালীন মোদিজি CBI-কে বাধা দেননি
  • আমি তো আশ্চর্য হচ্ছি, উনি মোদি সরকারকে গালাগালি দিচ্ছেন 
  • তাই, তো পুলিশ ও নিজেকে বাঁচানোর চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী 
  • চিটফান্ড দুর্নীতির সবকিছু যিনি জানেন তাঁকে বাঁচানোর চেষ্টা চলছে
  • মুখ্যমন্ত্রী ধরনায় বসেছিলেন দেখলাম। তাঁর সঙ্গে কারা আছেন ? DG, ADG, পুলিশ কমিশনার
  • মুখ্যমন্ত্রী হয়ে এটা সংবিধানের হত্যা ছাড়া আর কী হতে পারে ? 
  • মুখ্যমন্ত্রী কাল সাংবাদিক বৈঠকে দেশের পুলিশ, জওয়ান, BSF-কে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে উস্কাচ্ছিলেন
  • মহগঠবন্ধন ডিভাইডেড বাই ভিশন, ইউনাইটেড বাই কোরাপশন 
  • এরা কারা ? কেউ বেল পেয়েছে, কারোর বিরুদ্ধে তদন্ত চলছে
  • আজ দেখছি, একাধিক রাজনৈতিক দল মমতাকে সমর্থন করছে
  • রাহুল গান্ধির দলই PIL করেছিল
  • মোদি সরকার তদন্তের নির্দেশ দেয়নি। সুপ্রিম কোর্ট দিয়েছে
  • এর আগেও অনেক নেতা জেলে গেছেন, তাঁদের জন্য ধরনা করেননি। এখন কেন ?
  • পুলিশ কমিশনারকে কেন বাঁচাতে চাইছেন মুখ্যমন্ত্রী ? তদন্ত দরকার
  • এই প্রথম দেখলাম পুলিশ কমিশনার বাড়িতে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী
  • লাল ডায়েরি লুকোতে চাইছেন ?
  • কি লুকোতে চাইছেন ?
  • পুলিশ কমিশনার নাকি নিজেকে বাঁচানোর চেষ্টা করছেন ?
  • মমতা কি কাকে বাঁচানোর চেষ্টা করছেন ?
  • গণতন্ত্রের হত্যা করা হচ্ছে  

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details