কলকাতা, 23 জুলাই : রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আজ থেকে শুরু হতে চলেছে BJP-র বিশেষ সদস্যপদ অভিযান । রাজ্যের 42টি লোকসভা কেন্দ্রের ৫২৫টি কলেজ ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চলবে এই অভিযান ৷ ১২ আগস্ট পর্যন্ত টানা ১৯ দিন ধরে চলবে এই কর্মসূচি ৷
বিদ্যাসাগর কলেজ থেকে শুরু BJP-র বিশেষ সদস্যপদ অভিযান - TMC
রাজ্যের ৫২৫টি কলেজ ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আজ থেকে শুরু হচ্ছে BJP-র বিশেষ সদস্যপদ অভিযান । ১২ অগাস্ট পর্যন্ত টানা ১৯ দিন ধরে চলবে এই কর্মসূচি ৷
লোকসভা ভোটের সময় BJP-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহের রোড শো চলাকালীন বিদ্যাসাগর কলেজের বিদ্যাসাগরের মূর্তি ভাঙাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতি তোলপাড় হয়েছিল । সেই বিদ্যাসাগর কলেজের সামনে বিশেষ ক্যাম্প করে এই সদস্যপদ অভিযান শুরু করছে BJP । ১৯ দিনের মধ্যে রাজ্যে ৫ লাখ সদস্যপদ তৈরির টার্গেট নিয়েছে BJP-র যুব মোর্চা । যুব মোর্চা সূত্রে খবর, 18 বছরের বেশি বয়সি যে কোনও কলেজ পড়ুয়াই BJP-র সদস্যপদ নিতে পারে । তাদের শুধুমাত্র একটি ফর্ম পূরণ করতে হবে ।
BJP-র যুব মোর্চার সহ সভাপতি ও সদস্য অভিযানের কনভেনার প্রকাশ দাস বলেন, "তৃণমূল ছাত্রপরিষদ আজ গন্ডগোল করার চেষ্টা করলে আমরাও প্রতিরোধ করার জন্য তৈরি আছি । রাজ্যের সমস্ত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের বাইরে সদস্যপদ অভিযান কর্মসূচি চলবে । রাজ্যের ছাত্র-যুবদের মধ্যে আমরা ৫ লাখ নতুন সদস্য তৈরি করার টার্গেট নিয়েছি ৷ যা আমরা মাত্র ১৯ দিনেই পূরণ করব৷"