কলকাতা , 19 অক্টোবর : '21-এর বিধানসভা নির্বাচনের আগে আজ উত্তরবঙ্গ সফরে আসছেন BJP-র সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা । অমিত শাহ এবং জে পি নাড্ডা দু'জনই গত কয়েকমাস ধরে বাংলায় বেশ কয়েকটি ভার্চুয়াল সমাবেশ ও দলীয় কর্মসূচি করেছেন । কোরোনার প্রভাবের পরে রাজ্যে জে পি নাড্ডার এটাই প্রথম সফর বলে জানা গেছে । সকাল 11 টা নাগাদ বাগডোগরা বিমানবন্দরে পৌঁছাবেন তিনি ।
21 এর বিধানসভা নির্বাচনের আগে জেলায় দলের সাংগঠনিক দিক খতিয়ে দেখতে উত্তরবঙ্গ সফরে আসছেন নাড্ডা । তবে তিনি কোনও জনসমাবেশ করবেন না । এক BJP নেতা জানিয়েছেন , সকাল 11 টায় বাগডোগরা বিমানবন্দরে নামার পর তাঁকে পুষ্পবৃষ্টি করে স্বাগত জানানো হবে । এরপর 11 টা 50 মিনিট নাগাদ তিনি শিলিগুড়ির নৌকাঘাট মোড়ে আসবেন । সেখানে ঠাকুর পঞ্চানন বর্মার মূর্তিতে মালা দিয়ে 12 টা 10 নাগাদ স্থানীয় আনন্দময়ী কালীবাড়ি মন্দিরে পুজো দেবেন তিনি । এরপর সেবক রোডের একটি হোটেলে পৌঁছাবেন । BJP সুত্রে খবর, ওই হোটেলে দুপুর দেড়টা -দু'টো পর্যন্ত উত্তরবঙ্গের BJP নেতাদের সঙ্গে বৈঠক করবেন নাড্ডা । BJP নেতাদের সঙ্গে বৈঠকের পর পৌনে তিনটে নাগাদ বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধির সঙ্গে বৈঠক করবেন । এই বৈঠক উপলক্ষে ইতিমধ্যেই BJP নেতা কৈলাস বিজয়বর্গীয় , সহ-সভাপতি মুকুল রায় শিলিগুড়িতে এসে পৌঁছেছেন ।