কলকাতা, 17 জুলাই: আবারও রাজ্যে আসছে বিজেপির আরও একটি ফ্যাক্ট ফাইন্ডিং টিম ৷ তবে এবার সেই দলের সকল সদস্যই বিজেপির মহিলা নেত্রী ৷ রাজ্যে সদ্যসমাপ্ত পঞ্চায়েত ভোটে সন্ত্রাস কবলিত এলাকা পরিদর্শন করবে বিজেপির এই দল ৷ সেইসঙ্গে, হিংসাত্মক ঘটনায় রাজ্যে মহিলাদের বিরুদ্ধে সংঘটিত হিংসার ঘটনায় রিপোর্টও তৈরি করবেন তাঁরা ৷ যা পরবর্তীকালে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে জমা দেওয়া হবে এই দলের পক্ষ থেকে ৷ মোট পাঁচ জন মহিলা সাংসদকে নিয়ে এই কমিটি গঠন করা হয়েছে বলে বিজেপি সূত্রে খবর।
বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, সাংসদ সরোজ পাণ্ডের নেতৃত্বে গঠিত এই কমিটিতে রয়েছেন সাংসদ রমা দেবী, অপরাজিতা সারঙ্গী, কবিতা পাটিদার এবং সন্ধ্য়া রায়। পঞ্চায়েত নির্বাচনের পরও রাজ্যের বিভিন্ন জায়গায় অব্যাহত রয়েছে সন্ত্রাস। মনোনয়ন জমা দেওয়ার দিন থেকে শুরু করে এখনও পর্যন্ত রাজ্যের বিভিন্ন জায়গায় অশান্তি চলছে। মনোনয়ন পর্ব থেকে শুরু করে গণনার দিন পর্যন্ত প্রায় 50 জনের উপর মানুষের প্রাণ গিয়েছে। এই নিয়ে লাগাতার সরব হয়েছে বিরোধীরা। যার জেরে, ইতিমধ্যেই সাংসদদের নিয়ে গঠিত একটি ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠিয়েছে বিজেপি ৷ যার নেতৃত্বে রয়েছেন রবিশংকর প্রসাদ ৷ এবার পাঁচ মহিলা সাংসদের আরও একটি টিম রাজ্যে পাঠাচ্ছে বিজেপি ৷