কলকাতা, 10 জুলাই: পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে বাংলায় দেদার হিংসায় মৃত্যু হয়েছে প্রায় 20 জনের ৷ সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখতে ফলাফলের দিন রাজ্যে প্রতিনিধি দল পাঠাচ্ছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ৷ দলের সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডার নির্দেশে গঠিত সেই কমিটিতে রয়েছেন চার সদস্য ৷ বাংলার পরিস্থিতি খতিয়ে দেখে সর্বভারতীয় সভাপতিকে তা রিপোর্ট করবে সংশ্লিষ্ট কমিটি ৷ যে কমিটির নেতৃত্বে রয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রবিশংকর প্রসাদ, মুম্বই পুলিশের প্রাক্তন কমিশনার সত্যপাল সিং, সাংসদ ডঃ রাজদীপ রায় এবং দলের সর্বভারতীয় সহসভাপতি রেখা বর্মা ৷
জানা গিয়েছে, নির্বাচনে বাংলার হিংসা কবলিত এলাকা ঘুরে দেখবে ওই 4 সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং দল ৷ তারপর সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখে সেই রিপোর্ট পেশ করা হবে জাতীয় সভাপতিকে ৷ সোমবার বিকেলে টুইট করে বিষয়টি জানান রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার ৷ বিজেপি সূত্রে খবর, পঞ্চায়েত নির্বাচনের দিনই রাজ্যের সার্বিক পরিস্থিতি জানতে সুকান্ত মজুমদারকে ফোন করেছিলেন অমিত শাহ এবং জে পি নাড্ডা। রাজ্যে নির্বাচন নিয়ে রিপোর্টও চেয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তারপরেই বিজেপির সর্বভারতীয় সাধারণ সভাপতি জে পি নাড্ডা একটি কমিটি গঠন করেন। রাজ্যে এসে পরিস্থিতি খতিয়ে দেখার পরে সেই রিপোর্ট তাঁরা তুলে দেবেন স্বয়ং নাড্ডাকে। প্রতিনিধি দল কবে বাংলায় আসবেন তা স্পষ্ট জানা না-গেলেও বিজেপির অন্দরমহলের খবর, আগামিকাল অর্থাৎ, ফলাফলের দিনই আসছেন তাঁরা ৷ সোমবার দুপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী এই খবর প্রথম সামনে আনেন।