পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

হিংসায় ইন্ধন দিতেই রামমন্দির উদ্বোধনের দিন মমতার সম্প্রীতি মিছিল, দাবি অমিত মালব্যর - অমিত মালব্য

Amit Malviya: আগামী 22 জানুয়ারি রামমন্দিরের উদ্বোধন ৷ সেদিন কলকাতায় সম্প্রীতি মিছিলে হাঁটবেন মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ সারা রাজ্যেও মিছিল হবে ওইদিন ৷ এই নিয়ে মমতার সমালোচনায় সরব হলেন বিজেপির অমিত মালব্য ৷

Amit Malviya-Mamata Banerjee
Amit Malviya-Mamata Banerjee

By ETV Bharat Bangla Team

Published : Jan 16, 2024, 6:29 PM IST

কলকাতা, 16 অক্টোবর: রামমন্দিরের উদ্বোধনের দিন কলকাতায় সর্বধর্মের মানুষকে নিয়ে মিছিল করার কথা ঘোষণা করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেই নিয়ে পালটা মমতার বিরুদ্ধে তোপ দাগলেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য ৷ তিনি তৃণমূলের এই কর্মসূচিকে হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত বলে কটাক্ষ করেছেন ৷

উল্লেখ্য, আগামী 22 জানুয়ারি অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন হবে ৷ উদ্বোধন করবেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেই দিনই কলকাতায় সম্প্রীতি মিছিল করার ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মঙ্গলবার নবান্নে এক সাংবাদিক বৈঠক থেকে তিনি এই নিয়ে ঘোষণা করেছেন ৷ তিনি জানিয়েছেন, কলকাতার হাজরা মোড় থেকে পার্ক সার্কাস পর্যন্ত মিছিল হবে ৷ মিছিল শুরুর আগে তিনি নিজে কালীঘাট মন্দিরে পুজো দেবেন ৷

মমতা এই কথা জানানোর পরই সোশাল মিডিয়ায় পালটা পোস্ট করেন অমিত মালব্য ৷ সেখানে তিনি দাবি করেন, এই কর্মসূচি আসলে হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার জন্যই আয়োজন করা হয়েছে ৷ কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি জানান যে রামমন্দিরের উদ্বোধনের দিন হিন্দুরা যখন উপবাস করবেন, বিভিন্ন আচার-অনুষ্ঠান পালন করবেন, সেই সময় এই কর্মসূচি করে হিংসায় ইন্ধন দিতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷

এর আগে বেশ কয়েকবার ধর্মীয় শোভাযাত্রা ঘিরে হিংসার ঘটনার সাক্ষী থেকেছে বাংলা ৷ অমিত মালব্য নিজের পোস্টে সেই বিষয়গুলিও উল্লেখ করেছেন ৷ পাশাপাশি সাম্প্রতিক পুরুলিয়ায় সাধুদের আক্রান্ত হওয়ার প্রসঙ্গও টেনেছেন তিনি ৷ আবার সন্দেশখালির ঘটনায় শেখ শাহজাহানের পালিয়ে থাকার বিষয়টি উল্লেখ করেছেন তিনি ৷

অমিত মালব্যর মতে, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত রাজনৈতিক লাভের জন্য উত্তেজনা ছড়ানো থেকে বিরত থাকা ৷ 22 জানুয়ারির রাজনৈতিক কর্মসূচির সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা । কারণ, রাজ্যের আইন-শৃঙ্খলা তাঁর (মমতা) দায়িত্ব এবং যেকোনও অপ্রীতিকর ঘটনার জন্য তিনি একাই দায়ী থাকবেন ।’’

আরও পড়ুন:

  1. রাম মন্দিরের উদ্বোধনের দিন রাজ্যজুড়ে সম্প্রীতি মিছিলের ডাক মমতার
  2. লেপাক্ষীর বীরভদ্র মন্দিরে রামভক্তিতে মগ্ন প্রধানমন্ত্রী মোদি, দেখুন ভিডিয়ো
  3. পাহাড়ি ভাষায় রাম ভজন গেয়ে সোশাল মিডিয়ায় ভাইরাল কাশ্মীরী কন্যা বাতুল জাহরা

ABOUT THE AUTHOR

...view details