কলকাতা, 27 জুলাই: বিজেপির আনা মুলতুবি প্রস্তাব গৃহীত হল পশ্চিমবঙ্গ বিধানসভায় ৷ বৃহস্পতিবার বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্য়ায় প্রধান বিরোধী দলের দু’টি মুলতুবি প্রস্তাব গ্রহণ করেন ৷ রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও পঞ্চায়েত নির্বাচনের সময় হওয়া হিংসা নিয়ে এই দু’টি মুলতুবি প্রস্তাব আনে বিজেপি ৷ 2021 সালে বিধানসভায় প্রধান বিরোধী দল হওয়ার পর এই প্রথম তাঁদের কোনও মুলতুবি প্রস্তাব গৃহীত হল ৷ তাই অধ্যক্ষের ঘোষণাকে টেবিল চাপড়ে স্বাগত জানান গেরুয়া শিবিরের বিধায়করা ৷ আজ দুপুর 2টোয় এই নিয়ে আলোচনা হবে ৷
বিজেপির মুলতুবি প্রস্তাব: রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলে দীর্ঘদিন ধরে অভিযোগ করছে বিজেপি ৷ পাশাপাশি পঞ্চায়েত নির্বাচনের সময় যে হিংসার ছবি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সামনে এসেছে, তা নিয়েও গেরুয়া শিবির সরব হয়েছে ৷ এই বিষয়ে বিধানসভার বাদল অধিবেশনে আলোচনা চাওয়া হবে বলেও বিজেপির তরফে স্পষ্ট করা হয়েছিল ৷ বৃহস্পতিবার সেই আলোচনার দাবিতেই দু’টি মুলতুবি প্রস্তাব জমা দেওয়া হয় বিজেপির তরফে ৷ একটিতে আইনশৃঙ্খলার বিষয়টি ছিল ৷ আর দ্বিতীয় মুলতুবি প্রস্তাবে ছিল পঞ্চায়েত ভোটে হিংসার বিষয় ৷
দু’টি প্রস্তাবই গ্রহণ করেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ৷ তিনি জানিয়েদেন যে আজই দুপুর 2টোয় এই নিয়ে আলোচনা হবে ৷ অধ্যক্ষ এই ঘোষণা করার সঙ্গে সঙ্গে টেবিল চাপড়ে এই সিদ্ধান্তকে স্বাগত জানান বিজেপি বিধায়করা ৷ এখন দেখার এই নিয়ে কী আলোচনা হয়, বিজেপির তরফে ঠিক কী কী অভিযোগ করা হয় এই নিয়ে !
আরও পড়ুন:পঞ্চায়েত নিয়ে আলোচনা চাইছে তৃণমূলও, বিধানসভায় জানালেন পরিষদীয় মন্ত্রী
বিজেপির মুলতুবি প্রস্তাব নিয়ে সরকারের অবস্থান: পঞ্চায়েতে ভোট নিয়ে বিরোধীরা আলোচনা চাইলে, তাতে কোনও আপত্তি সরকারের নেই বলেই বুধবার ইঙ্গিত দিয়েছিলেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় ৷ বৃহস্পতিবার দেখা গেল সত্যিই সরকারি তরফে এই নিয়ে কোনও আপত্তি করা হল না ৷