কলকাতা, 28 এপ্রিল: বিজেপির যুব মোর্চা কর্মীদের রাজভবন অভিযান ঘিরে ধুন্ধুমার কাণ্ড ৷ পুলিশ ব্যরিকেড ভাঙার অভিযোগ আন্দোলনকারীদের বিরুদ্ধে ৷ ঘটনায় ধ্বস্তাধ্বস্তি পুলিশ কর্মীদের সঙ্গে ৷ প্রায় 40-45 জন বিজেপি কর্মী-সমর্থকদের গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে লালবাজারে ৷ শুক্রবারের এই ঘটনায় ধর্মতলায় বেশ কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয় ৷
একদিকে কালিয়াগঞ্জে নাবালিকার উপরে অত্যাচার ও খুনের ঘটনা অন্যদিকে বিজেপি কর্মী মৃত্যুঞ্জয় বর্মনের পুলিশের গুলিতে মৃত্যুর প্রতিবাদে রাস্তায় নামে বিজেপির যুব মোর্চা ৷ শুক্রবার এই ঘটনার প্রতিবাদে বঙ্গ বিজেপির যুব মোর্চার তরফ থেকে রাজভবন অভিযানের ডাক দেওয়া হয়েছিল। সেই মতো বিজেপির প্রধান কার্যালয় 6 নম্বর মুরলিধর সেন লেন থেকে শুরু হয়েছিল এই মিছিল ৷ কিছুক্ষণ পরেই বিজেপির কর্মী সমর্থকেরা পুলিশের ব্যারিকেড ভেঙ্গে ডরিনা ক্রসিংয়ের দিকে এগোতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে ৷ মুহূর্তে এলাকা কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় ৷ রাস্তায় বসে স্লোগান দিতে থাকেন বিজেপি যুব মোর্চার কর্মীরা ৷ পরিস্থিতি ধীরে ধীরে হাতে বাইরে চলে গেল শুরু হয় ধরপাকড় ৷ মহিলা পুলিশ কর্মীরা চ্যাঙদোলা করে বিজেপি-র যুব মহিলা কর্মীদের প্রিজন ভ্যানে তুলতে থাকে ৷ প্রায় 40-45 জন বিজেপি কর্মী সমর্থকদের গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে লালবাজারে ৷