কলকাতা, 20 ডিসেম্বর : আজ দুপুর 2টোয় মুরলিধর সেন লেনের দফতর থেকে প্রতিবাদ মিছিলের ডাক বিজেপি যুব মোর্চার (BJP Yuva Morcha Calls for Protest March) ৷ গতকাল হওয়া কলকাতা পৌরনিগমের ভোট বাতিল, পুনর্নির্বাচনের দাবি এবং পুলিশ দিয়ে শুভেন্দু অধিকারীকে হেনস্থার প্রতিবাদে এই মিছিল ডেকেছে যুব মোর্চা (KMC Election 2021) ৷
গতকাল কলকাতা পৌরনিগমের নির্বাচনে বুথ দখল করে ভোট লুট এবং পোলিং এজেন্টদের বসতে না দেওয়ার অভিযোগ তুলেছে রাজ্য বিজেপি নেতৃত্ব ৷ এমনকি গতকাল শহরের বিভিন্ন জায়গায় প্রতিবাদে বিক্ষোভ দেখান বিজেপির বিধায়করা ৷ গেরুয়া শিবিরের তরফে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও পুলিশ দিয়ে হেনস্থার অভিযোগ উঠেছে ৷ এই সবের প্রতিবাদেই আজ দুপুর 2টোয় প্রতিবাদ মিছিলের ডাক দিল বিজেপি যুব মোর্চা (Protest March over Violence in KMC Election 2021) ৷
আরও পড়ুন : KMC Election 2021 : পুলিশ দিয়ে শুভেন্দুকে হেনস্থা করেছেন মমতা, পৌরভোট নিয়ে ক্ষোভ প্রকাশ নাড্ডার