পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

CESC-র মাশুল বৃদ্ধির প্রতিবাদে মিছিল যুবমোর্চার, ধুন্ধুমার কলকাতায় - CESC-র মাশুল বৃদ্ধির প্রতিবাদে মিছিল যুবমোর্চার, ধুন্ধুমার কলকাতায়

CESC-র মাশুল বৃদ্ধির প্রতিবাদে BJP-র যুবমোর্চার মিছিলকে কেন্দ্র করে ধুন্ধুমার কলকাতায় ৷

CESC-র মাশুল বৃদ্ধির প্রতিবাদে মিছিল যুবমোর্চার, ধুন্ধুমার কলকাতায়

By

Published : Sep 11, 2019, 2:00 PM IST

Updated : Sep 11, 2019, 3:51 PM IST

কলকাতা, 11 সেপ্টেম্বর : CESC-র মাশুল বৃদ্ধির প্রতিবাদে BJP-র যুবমোর্চার মিছিলকে কেন্দ্র করে ধুন্ধুমার কলকাতায় ৷ পুলিশ মিছিল আটকালে বিক্ষোভকারীদের সঙ্গে বচসা বাধে ৷ দু'পক্ষের ধস্তাধস্তি হয় ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জলকামান ব্যবহার করে পুলিশ ৷ ফাটানো হয় কাঁদানে গ্যাসের শেল ৷ পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ ৷ বিক্ষোভকারীদের দাবি, লাঠির আঘাতে জখম হয়েছেন যুবমোর্চার কয়েকজন কর্মী ৷

আজ সকাল 11টা থেকে BJP রাজ্য দপ্তরের সামনে জমায়েত হতে থাকে ৷ পৌনে বারোটা নাগাদ শুরু হয় মিছিল ৷ মিছিলের নেতৃত্বে ছিলেন লকেট চট্টোপাধ্যায়, রাজু বন্দ্যোপাধ্যায়, সায়ন্তন বসুরা ৷ কর্মসূচির নাম ভিক্টোরিয়া হাউজ় চলো ৷ আগে থেকেই প্রস্তুত ছিল পুলিশ ৷ চাঁদনি চকের কাছে করা হয়েছিল ব্যরিকেড ৷ মিছিল চাঁদনি চকে আসতেই পুলিশ BJP যুবমোর্চার কর্মীদের বাধা দেয় ৷ শুরু হয় ধস্তাধস্তি ৷ রাস্তাতে বসে পড়েন BJP নেতারা ৷ BJP কর্মীরা ব্যরিকেড ভেঙে ফেলে ৷ পুলিশের অভিযোগ, বিক্ষোভকারীরা ইটবৃষ্টি করে ৷ ইটের আঘাতে কয়েকজন পুলিশকর্মী জখম হয়েছেন ৷

দেখুন ভিডিয়ো

পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে জলকামান ব্যবহার করে পুলিশ ৷ ফাটানো হয় কাঁদানে গ্যাসের শেল ৷ পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ BJP-র ৷ পুলিশের লাঠির আঘাতে কয়েকজন BJP কর্মী জখম হয়েছেন ৷ যদিও লাঠিচার্জের কথা অস্বীকার করেছে পুলিশ ৷ কয়েকজন BJP কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ ৷ সায়ন্তন বসুকে গ্রেপ্তারির ভুয়ো খবর ছড়ানোয় উত্তেজিত BJP কর্মীরা ফের ইটবৃষ্টি শুরু করে ৷ লালবাজার সূত্রে খবর, কয়েকজন BJP নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে ৷

Last Updated : Sep 11, 2019, 3:51 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details