পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Bengal Civic Polls 2022 : পৌরনির্বাচনে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী চেয়ে নির্বাচন কমিশনকে চিঠি বিজেপির

রাজ্যের পৌরনির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা নিয়ে রাজ্য নির্বাচন কমিশনকে চিঠি লিখল বঙ্গ বিজেপি (BJP writes to State EC) ৷

By

Published : Feb 9, 2022, 8:08 AM IST

BJP writes to State EC over Municipality Election
সশস্ত্র কেন্দ্রীয় বাহিনী চেয়ে নির্বাচন কমিশনকে চিঠি বিজেপির

কলকাতা, 9 ফেব্রুয়ারি : আসন্ন পৌর নির্বাচনে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হোক, এই কথা জানিয়ে রাজ্য নির্বাচন কমিশনকে চিঠি লিখল বঙ্গ বিজেপি ৷ পৌরনির্বাচনে ভয়ের পরিবেশ দূর করতে এবং মানুষ যেন আত্মবিশ্বাসের সঙ্গে ভোট দিতে পারে, তাই কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী চায় গেরুয়া শিবির (BJP writes to State EC demanding CAPF in Municipality Elections) ৷

রাজ্য বিজেপি চিঠিতে লিখেছে, "আমাদের প্রার্থীদের অতীতে ভয় দেখানো হয়েছে ৷ ফোনে এবং সামনাসামনি জীবন নাশের হুমকি দেওয়া হয়েছে ৷ আর এই সব অভিযোগে স্থানীয় পুলিশ প্রশাসন নীরব দর্শক হয়ে থেকে গিয়েছে ৷ বেশির ভাগ ক্ষেত্রেই তারা অভিযোগ নিতে অস্বীকার করেছে পুলিশ ৷"

এর সঙ্গে নির্বাচন কমিশনকে জানানো হয়েছে, আমাদের প্রার্থীদের প্রচার করতে দেওয়া হচ্ছে না ৷ ব্যানার, পতাকা, দেওয়াল লিখনে বাধা দিচ্ছে ৷ এখানেও ফের স্থানীয় পুলিশ কোনও সাহায্য করতে রাজি হয়নি ৷ বহু ঘটনায় এটা পরিষ্কার যে তারা শাসক দলের সমর্থক ৷

আরও পড়ুন : Suvendu Criticises Mamata : "মুখ্যমন্ত্রী সনাতনী বিরোধী", মমতাকে আক্রমণ শুভেন্দুর

চিঠিতে সাঁইথিয়া পৌরনিগমের উল্লেখ করে বিজেপি জানিয়েছে, সেখানে স্থানীয় পুলিশ জনসাধারণকে ফোন করে তৃণমূল কংগ্রেসকে ভোট দিতে বলছে এবং কেউ যেন বিজেপি প্রার্থীকে সমর্থন না করে ৷ পদ্মশিবিরের পক্ষ থেকে লেখা হয়েছে, "ভয় ভীতি দূর করতে আমরা আবারও রাজ্য নির্বাচন কমিশনকে সিএপিএফ (Central Armed Police Forces, CAPF) মোতায়েন করতে বলছি ৷"

এ প্রসঙ্গে বিজেপি নেতা এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেন, "পশ্চিমবঙ্গ সরকার ক্ষমতার অপব্যবহার করছে ৷ বিশেষ একটি সম্প্রদায়ের গুন্ডাদের নিয়ে দল তৈরি করেছে ৷ কিন্তু আমরা এই নির্বাচন লড়তে প্রস্তুত ৷ রাজ্য নির্বাচন কমিশন (State Election Commission) তৃণমূল কংগ্রেসের একটা শাখা সংগঠন ৷"

পৌর নির্বাচন হওয়ার কথা ছিল 22 জানুয়ারি ৷ আদালতের নির্দেশে তা পিছিয়ে 12 ফেব্রুয়ারি করেছে রাজ্য নির্বাচন কমিশন ৷

আরও পড়ুন : Bengal Civic Polls 2022 : শাসকদলে বিদ্রোহ এখন তুষের আগুনের মতো, আগামিকালই ঘটতে পারে বিস্ফোরণ

ABOUT THE AUTHOR

...view details