পশ্চিমবঙ্গ

west bengal

মা ক্যান্টিনে খাবার খেয়ে মমতা সরকারকে উৎখাতের ডাক বিজেপি সমর্থকদের !

By ETV Bharat Bangla Team

Published : Nov 29, 2023, 6:58 PM IST

BJP Rally at Dharmatala: বুধবার ধর্মতলায় ছিল বিজেপির সভা ৷ সভায় আসা বিজেপি সমর্থকরা এদিন মা ক্যান্টিনে লাইন দিয়ে খাবার খান ৷

ETV Bharat
মা ক্যান্টিনে খাবার খেয়ে মমতা সরকারকে উৎখাতের ডাক বিজেপি সমর্থকদের

মা ক্যান্টিনে খাবার খেয়ে মমতা সরকারকে উৎখাতের ডাক বিজেপি সমর্থকদের

কলকাতা, 29 নভেম্বর: ধর্মতলায় ভিক্টেরিয়া হাউসের সামনে বুধবার ছিল বিজেপির সভা ৷ সভায় মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ প্রতি বছর 21 জুলাই তৃণমূল কংগ্রেস যেখানে শহিদ সমাবেশ করে এবার সেখানেই সভা করল ৷ ফলে এই সভা নিয়ে বিজেপি নেতা-কর্মীদের মধ্যে এদিন বাড়তি উৎসাহ চোখে পড়ে ৷ কলকাতার পাশাপাশি এদিন জেলা থেকেও এসেছিলেন বিজেপি কর্মী-সমর্থকরা ৷ তবে এদিন সভা শুরুর আগে ধরা পড়েছে অন্য ছবি ৷

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প মা ক্যান্টিন ৷ 5 টাকায় গরিবদের মুখে খাবার তুলে দেওয়ার জন্য বছর কয়েক আগে শুরু হয় এই প্রকল্প ৷ এদিন দেখা যায় বিজেপির সভা শুরুর আগে সেই ক্যান্টিনেই ভিড় জমিয়েছেন গেরুয়া শিবিরের সমর্থকরা ৷ মা ক্যান্টিন থেকে লাইন দিয়ে খাবার নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সমালোচনা করতেও এদিন শোনা যায় তাঁদের ৷ দেন তৃণমূল সরকারকে উৎখাতের ডাকও ৷

মুখে রাজ্যের শাসক শিবিরের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিলেও দুপুরের আহার বহু বিজেপি সমর্থক এদিন সেরেছেন মা ক্যান্টিন থেকে। পাঁচ টাকার বিনিময়ে এই ক্যান্টিন থেকে মেলে ভাত, ডিম ও সবজি । সেই ভাত-সবজি খেতেই বিজেপি কর্মী সমর্থকদের ভিড়ল ছিল সেখানে। ডেবরা থেকে এসেছেন একদল বিজেপি কর্মী সমর্থক । মা ক্যান্টিন থেকে দুপুরের আহার সেরে তাদের একজনের বক্তব্য, "এই সরকার যেভাবে চলছে তাতে কিছুদিনের মধ্যে আমরা অন্ধকারে চলে যাব, এই সরকারকে উৎখাত করতে হবে ।" অন্যদিকে সুন্দরবন থেকে আগত একজন বিজেপি সমর্থককে মা ক্যান্টিনের লাইনে দাঁড়িয়ে খেতে দেখা গেলেও তাঁর দাবি, "জলের মতো তরকারি আমি অর্ধেক খেয়ে ফেলে দিয়েছি।"

আবার ক্যানিং থেকে আসা এক বিজেপি কর্মীর কথায়, "ভেবেছিলাম খাব কিন্তু ডিম শেষ ।" ধর্মতলার মা ক্যান্টিনের দায়িত্ব কাজল দৌলুই। তিনি জানান, সভা থেকে বহু মানুষ গিয়ে সেখানে খেয়েছেন ৷ আধঘন্টার মধ্যে আজ ডিম শেষ। প্রসঙ্গত, রাজ্য সরকারের বিরুদ্ধে, দুর্নীতি, বঞ্চনার অভিযোগে ধর্মতলায় প্রতিবাদ সভার ডাক এদিন দিয়েছিল বিজেপি। সেখানে 10টি "বঞ্চনার ভাণ্ডার" নামে বাক্স রাখা হয়েছে ৷ সভায় আগত বিজেপি সমর্থকরা সেখানে তাঁদের নিজেদের বঞ্চনার কথা জানিয়েছেন ৷

আরও পড়ুন:

  1. ছাব্বিশে বিজেপির সরকার গড়তে চব্বিশে জেতাতে হবে মোদিকে, বাংলার ভোটারদের বার্তা অমিত শাহের
  2. যখন ধর্মতলায় শাহ তখন বিধানসভায় কালা দিবস পালন মমতার, বসছেন ধরনামঞ্চেও
  3. ভোট চাইতে আসতে পারেন, বাংলার মানুষের কান্না শুনতে পান না; শাহকে বিঁধলেন তাপস

ABOUT THE AUTHOR

...view details