কলকাতা, 3 নভেম্বর:কলকাতায় ক্রমাগত বেড়েই চলেছে ডেঙ্গির প্রকোপ (Dengue in Kolkata) । তারই প্রতিবাদে বৃহস্পতিবার পথে নামল ভারতীয় জনতা যুব মোর্চা (Bharatiya Janata Party) । প্রতিবাদ মিছিলের নেতৃত্বে ছিলেন ইন্দ্রনীল খাঁ । গেরুয়াশিবিরের বিক্ষোভে উত্তাল হয়ে উঠল সেন্ট্রাল অ্যাভিনিউ । বিক্ষোভ থামাতে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল, ইন্দ্রনীল খাঁ, সজল ঘোষ-সহ একাধিক নেতা-কর্মীকে আটক করে পুলিশ ৷
আগেই রাজ্যের বিরোধী দলের তরফে জানানো হয়েছিল, কলকাতায় ডেঙ্গির বাড়বাড়ন্ত নিয়ে মেয়র ফিরহাদ হাকিমকে স্মারকলিপি জমা দেবে যুব মোর্চা । বিজেপি রাজ্য দফতর মুরলীধর লেন থেকে সেন্ট্রাল অ্যাভিনিউ ধরে কলকাতা পৌরনিগমের দিকে মিছিল এগোতেই যোগাযোগ ভবনের সামনে মিছিল আটকে দেয় পুলিশ । পদ্মশিবিরের প্রতিবাদের জেরে অবরুদ্ধ হয়ে যায় সেন্ট্রাল অ্যাভিনিউয়ের একাংশ ।
আরও পড়ুন: আবাসনে ডেঙ্গি রুখতে আবাসিকদেরই দায়িত্ব নিতে হবে, বললেন ফিরহাদ
শুরু হয় ধস্তাধস্তি। বাধাপ্রাপ্ত হয়ে বিজেপি সমর্থকরা রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন । বিক্ষোভের প্রথম সারিতে ছিলেন ইন্দ্রনীল খাঁ, অগ্নিমিত্রা পল, সজল ঘোষ । বিজেপি কর্মীদের বিক্ষোভে প্রায় 20 মিনিট ধর্মতলাগামী রাস্তার যান চলাচল বন্ধ হয়ে যায় । শেষ পর্যন্ত জোর করে বিক্ষোভ তুলে দেয় পুলিশ । আটকের সংখ্যাটা 30-এর কাছাকাছি বলে সূত্রে জানা গিয়েছে ।
বিজেপির প্রতিবাদে উত্তাল তিলোত্তমা অগ্নিমিত্রা পল বলেন, "করোনার মতোই ডেঙ্গিতেও তথ্য চাপা দেওয়ার চেষ্টা করছে কলকাতা পৌরনিগম । মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মেয়র ফিরহাদ হাকিম খেলা-মেলায় ব্যস্ত রয়েছেন । সাধারণ মানুষের নিরাপত্তার কোনও ব্যবস্থা নেই । কলকাতা পুলিশের বহু কর্মী আক্রান্ত । অথচ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তাঁরাই আমাদের প্রতিবাদ মিছিল আটকাচ্ছে । কলকাতায় 50 জনের বেশি মানুষ ডেঙ্গি আক্রান্ত হয়ে মারা গিয়েছে । দ্রুত পরিস্থিতির দিকে নজর দেওয়ার দাবি জানাচ্ছি । সরকারের কাছে অনুরোধ, যুদ্ধকালীন তৎপরতায় ডেঙ্গি নির্মূলে পদক্ষেপ গ্রহণ করুন । আমরা আপনাদের সঙ্গে আছি ।"