পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নাগরিকত্ব বিল পাশ হতেই কলকাতায় BJP-র কর্মী-সমর্থকদের মিষ্টিমুখ - latest newws of kolkata about citizenship amendment bill

বিল পাশ হওয়ার পর কাল গভীর রাত থেকেই বিভিন্ন জায়গায় কর্মী-সমর্থকদের মধ্যে উল্লাস শুরু হয়েছে ৷ আজ সকালে ভবানীপুরে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাসভবনে যান BJP-র কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় ৷ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে মাল্যদান করেন তাঁরা ৷ এরপর রাস্তায় নিজের হাতে পথচলতি মানুষদের মিষ্টিমুখ করাতে দেখা যায় তাঁকে ৷

vv
মিষ্টি মুখ নরেন্দ্র মোদির ছবিতে

By

Published : Dec 12, 2019, 10:23 PM IST

কলকাতা, 12 ডিসেম্বর : রাজ্যসভায় নাগরিকত্ব সংশোধনী বিল 2019 পাশ হতেই আজ সকাল থেকেই কলকাতায় মুরলীধর সেনের BJP কার্যালয়ে কর্মী-সমর্থকরা উচ্ছ্বাসে মেতে উঠলেন ৷ ফাটালেন আতসবাজি ৷ মিষ্টিমুখও চলল জোর কদমে ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতিকৃতিতে মিষ্টিমুখ করালেন তাঁরা ৷

বিল পাশ হওয়ার পর কাল গভীর রাত থেকেই বিভিন্ন জায়গায় কর্মী-সমর্থকদের মধ্যে উল্লাস শুরু হয়েছে ৷ আজ সকালে ভবানীপুরে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাসভবনে যান BJP-র কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় ৷ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে মাল্যদান করেন তাঁরা ৷ এরপর রাস্তায় নিজের হাতে পথচলতি মানুষদের মিষ্টিমুখ করাতে দেখা যায় তাঁকে ৷

অন্যদিকে, আজ দলের রাজ্য দপ্তরের সামনেও BJP রাজ্য কমিটির অন্যতম সদস্য নারায়ণ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে প্রথমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবিতে মিষ্টিমুখ করানো হয় ৷ পরে সেন্ট্রাল অ্যাভিনিউয়ে সাধারণ মানুষদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয় ৷ আগামীকাল BJP-র তরফে বিজয় উৎসব করার পরিকল্পনাও রয়েছে বলে দলের তরফে জানানো হয় ।

BJP-কর্মী-সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস
চলছে বাজি ফাটানো

ABOUT THE AUTHOR

...view details