পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

BJP Rally In Kolkata: মিছিল ঘিরে বিজেপি কর্মী-পুলিশ সংঘর্ষ, গ্রেফতার 10

পঞ্জাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কনভয় আটকে পরার ঘটনায় মিছিল করে রাজ্য বিজেপি (BJP Rally In Kolkata) ৷ মিছিলে বাধা দেয় পুলিশ ৷ বিজেপি কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি হয় পুলিশের ৷

BJP Rally In Kolkata
মিছিল ঘিরে বিজেপি কর্মী-পুলিশ সংঘর্ষ, গ্রেফতার 10 জন

By

Published : Jan 6, 2022, 7:37 PM IST

Updated : Jan 6, 2022, 8:24 PM IST

কলকাতা, 6 জানুয়ারি: পঞ্জাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কনভয় আটকে পরার ঘটনায় দক্ষিণ কলকাতার মোমিনপুরে বিজেপির পক্ষ থেকে মিছিল করা হয় (BJP Rally In Kolkata) ৷ বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয় ৷ গ্রেফতার করা হয় 10 জন বিজেপি কর্মীকে। উত্তর কলকাতার মানিকতলার রামমোহন লাইব্রেরি থেকে মানিকতলা মোড় পর্যন্ত বিজেপির মোমবাতি মিছিলে নেতৃত্ব দেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং ও কল্যাণ চৌবে।

দক্ষিণ কলকাতায় বিজেপির জেলা সভাপতি সঙ্ঘমিত্রা চৌধুরির নেতৃত্বে বিজেপির দক্ষিণ কলকাতা জেলা পাটি অফিস থেকে মিছিল শুরু হয়। পুলিশের দাবি, এই মিছিলে কোনও অনুমতি ছিল না। রাজ্যে কোভিড আইন অনুযায়ী কোথাও কোনওভাবেই অবৈধ জমায়েত করার অনুমতি নেই। তাই মিছিল শুরু হলেই পুলিশ তাদের বাধা দেয়। এরপর বিজেপি কর্মীদের সঙ্গে শুরু হয় ধস্তাধস্তি। 10 জন বিজেপি কর্মীকে গ্রেফতার করে পুলিশ ৷ বিজেপি কর্মীদের গ্রেফতার করে লালবাজারে নিয়ে যাওয়া হয়।

মিছিল ঘিরে বিজেপি কর্মী-পুলিশ সংঘর্ষ, গ্রেফতার 10

আরও পড়ুন:কোভিডবিধি মেনেই গঙ্গাসাগরে মেলা করতে চায় রাজ্য

দক্ষিণ কলকাতা বিজেপির জেলা সভাপতি সঙ্ঘমিত্রা চৌধুরি বলেন, " আমরা শান্তিপূর্ণ মিছিল করছিলাম কোভিডবিধি মেনে। কিন্ত পুলিশ আমাদের কর্মীদের কোনও কারণ ছাড়াই গ্রেফতার করে ৷ " পঞ্জাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কনভয় আটকানোর প্রতিবাদে রাজ্যজুড়ে প্রতিবাদ কর্মসূচির ডাক দেয় বঙ্গ বিজেপি । আজ সন্ধ্যা 6টা থেকে বিজেপির 42টি সাংগঠনিক জেলাতেই মোমবাতি মিছিলের মাধ্যমে এই প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।

Last Updated : Jan 6, 2022, 8:24 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details