কলকাতা, 29 সেপ্টেম্বর:রাজ্যের বিভিন্ন প্রান্তে ডেঙ্গির বাড়-বাড়ন্ত এখনও অব্যাহত ৷ এই অবস্থার জন্য স্বাস্থ্য দফতরকে দায়ী করে বিজেপি মহিলা মোর্চার অভিযানকে ঘিরে শুক্রবার ধুন্ধুমার স্বাস্থ্যভবন চত্বর ৷ স্বাস্থ্যভবনগামী মিছিলকে বাধা দিলে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধে জড়িয়ে পড়েন বিজেপির নেত্রীরা ৷ পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে বেশ কয়েকজন বিজেপি কর্মী আহত হন ৷ জখম হয়েছেন কয়েকজন পুলিশকর্মীও ৷
রাজ্যের ডেঙ্গি পরিস্থিতির জন্য স্বাস্থ্য দফতরের 'উদাসীনতা'কে দায়ী করে আজ স্বাস্থ্যভবন অভিযানের ডাক দিয়েছিল বিজেপি মহিলা মোর্চা ৷ সেই মতোই দুপুরের দিকে মিছিল করে স্বাস্থ্যভবনের দিকে এগিয়ে যান বিজেপি মহিলা মোর্চার নেত্রীরা ৷ তবে এই মিছিল আটকাতে আগে থেকে ব্যারিকেড দিয়ে রেখেছিল বিধাননগর থানার পুলিশ ৷ মোতায়েন ছিল প্রচুর পুলিশকর্মী ৷ মিছিল আটকানোর চেষ্টা করা হলে বাধে খণ্ডযুক্ত ৷ পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বিজেপি নেত্রীরা ৷ দু'পক্ষের ধস্তাধস্তিতে বেশ কয়েকজন আহত হয়েছেন ৷ এই ঘটনাকে ঘিরে গোটা এলাকায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে ৷ তীব্র উত্তেজনা ছড়ায় স্থানীয় মানুষজনের মধ্যে ৷