পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বিধানসভা শূন্য রেখেই শাহী-সভায় বিজেপি বিধায়করা

Amit Shah Rally: আগামিকাল বুধবার অমিত শাহের সভা রয়েছে কলকাতায় ৷ সেই সভায় উপস্থিত থাকার জন্য বিধানসভায় উপস্থিত থাকতে পারবেন না বিজেপি বিধায়করা ৷ অথচ ওই দিনই বিধানসভায় বিধায়কদের ভাতা বৃদ্ধি নিয়ে আলোচনা রয়েছে ৷

PC - Bengal BJP X
PC - Bengal BJP X

By ETV Bharat Bangla Team

Published : Nov 28, 2023, 7:47 PM IST

কলকাতা, 28 নভেম্বর: বিধানসভায় আগামিকাল বুধবার বিধায়কদের ভাতা বৃদ্ধি নিয়ে আলোচনা রয়েছে ৷ কিন্তু ওই আলোচনায় অংশ নেবেন না বিজেপি বিধায়করা ৷ কারণ, একই দিনে কলকাতার ভিক্টোরিয়া হাউজের সামনে রয়েছে গেরুয়া শিবিরের প্রতিবাদ সভা ৷ যে সভার প্রধান আকর্ষণ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ভাষণ ৷ সেখানে উপস্থিত থাকতেই বিজেপি বিধানসভায় আলোচনায় থাকতে পারছে না ৷

যদিও বুধবার বিধায়কদের ভাতা বৃদ্ধি নিয়ে যাতে আলোচনা না হয়, তার জন্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে আর্জি জানিয়েছিল বিজেপির পরিষদীয় দল ৷ এই নিয়ে বিধানসভায় বিজেপির মুখ্য সচেতক মনোজ টিগ্গা চিঠি লিখেছিলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে ৷ কিন্তু সেই আবেদন খারিজ হয়ে যায় ৷ কারণ, অধিবেশন বসার আগে বিধানসভার বিজনেস এডভাইসারি কমিটি বা বিএ কমিটি-র বৈঠকেই এই দিন ধার্য করা হয়েছে ৷ এখন আর তা পরিবর্তন করা সম্ভব নয় বলে অধ্যক্ষ জানিয়ে দিয়েছেন ৷

তিনি এই নিয়ে মনোজ টিগ্গাকে পালটা চিঠি দিয়েছেন ৷ সেই চিঠিতেই তিনি এই বিষয়টি উল্লেখ করেছেন ৷ পাশাপাশি জানিয়েছেন যে সর্বদল বৈঠকে বিজেপির কোনও প্রতিনিধি ছিল না ৷ সেখানে বিজেপির পরিষদীয় দলের তরফে এই নিয়ে প্রস্তাব দেওয়া হলে, তখন বিবেচনা করে দেখা যেত ৷ তাই বুধবার বিধানসভায় বিজেপির কেউ উপস্থিত থাকবেন বলেই গেরুয়া শিবির সূত্রে জানা গিয়েছে ৷

উল্লেখ্য, গত 7 সেপ্টেম্বর বিধানসভায় বিধায়ক ও মন্ত্রীদের ভাতা বৃদ্ধির বিষয়টি ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি জানিয়েছিলেন, বিধায়করা আগে মাসে 10 হাজার টাকা বেতন পেতেন ৷ সেই বেতন বাড়িয়ে 50 হাজার টাকা করা হবে ৷ প্রতিমন্ত্রীদের বেতন 10 হাজার 900 থেকে বাড়িয়ে 50 হাজার 900 টাকা হবে ৷ এখন মন্ত্রীরা বেতন হিসেবে পান প্রতিমাসে 11 হাজার টাকা৷ সেটা বেড়ে হবে 51 হাজার টাকা ৷

আরও পড়ুন:

  1. এক ধাক্কায় বেতন অনেকটা বাড়ল বিধায়ক-মন্ত্রীদের, তবে বৃদ্ধি হল না মুখ্যমন্ত্রীর
  2. অসাংবিধানিক আচরণের অভিযোগে বিধানসভা থেকে সাসপেন্ড শুভেন্দু অধিকারী
  3. শীতকালীন অধিবেশনের শুরুতেই তপ্ত বিধানসভা, ওয়াক-আউট বিজেপি'র

ABOUT THE AUTHOR

...view details