কলকাতা, 12 অক্টোবর: সবেমাত্র শেষ হয়েছে দুর্গাপুজো । কিন্তু বাংলার উৎসবের মরশুম চলে গোটা শরত জুড়ে । আর বাংলার সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজোর সঙ্গে যেমন জড়িয়ে রয়েছে আবেগ, তেমনই রাজনৈতিক দলগুলি তাদের সাংগঠনিক ক্ষেত্রকে জোরদার করতেও এই সময়কে ব্যবহার করছে । এবার বঙ্গ বিজেপির কার্যকর্তাদের চাঙ্গা করতে জেলায় জেলায় শুরু হয়েছে বিজয়া সম্মিলনী পর্ব (BJP Leaders busy in Bijoya Sammilani)।
শুধু কার্যকর্তাদের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করা নয়, বরং আসন্ন পঞ্চায়েত (Panchayet Election) এবং লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) জন্য জনসংযোগ বাড়াতে ইতিমধ্যে বঙ্গ বিজেপির তাবড় নেতা-নেত্রীরা কোমর বেঁধেছেন । ঠিক একইভাবে বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তীকে পাশে নিয়ে রাজ্য সভাপতি ডঃ সুকান্ত মজুমদার জেলায় জেলায় প্রাকপুজো সম্মিলনী বৈঠক করেন । এবার পালা বিজয়া সম্মিলনীর । শুভেন্দু অধিকারী, ডঃ সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পল সবাই এখন ব্যস্ত বিজয়া সম্মিলনী নিয়ে । ঠিক একইভাবে সম্প্রতি লক্ষ্মীপুজো উপলক্ষ্যেও জেলার একাধিক পুজোয় শামিল হয়েছেন শুভেন্দু-সুকান্তরা ।
জানা গিয়েছে, বঙ্গ বিজেপির যে 42টি সাংগঠনিক জেলা রয়েছে, তার সবক'টিতেই বিজয়া সম্মিলনী বৈঠক অনুষ্ঠিত হবে । অন্য বছর কেন্দ্রীয় ভাবে এই সম্মেলনের আয়োজন করা হলেও এবার জেলাগুলিতে ঘুরে ঘুরে হবে এই অনুষ্ঠান । সামনে পঞ্চায়েত নির্বাচন ৷ আর 2024-এ লোকসভা নির্বাচন । তাই এবার যাতে বিধানসভার মতো ভরাডুবি না হয় তাই গেরুয়া শিবির ইতিমধ্যে দলের কর্মী-সমর্থক বাড়াতে কোমর বেঁধে মাঠে নেমেছে । পাশাপাশি বর্তমান কর্যকর্তা এবং জেলা সংগঠনগুলিকে উজ্জীবিত করতেই এই উদ্যোগ ।