পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Monsoon Session: নারী নির্যাতন নিয়ে মুলতুবি প্রস্তাব আনতে না পেরে বিধানসভায় বিজেপির ওয়াক আউট

BJP Walks Out of Assembly: সোমবার শুরু হয়েছে পশ্চিমবঙ্গ বিধানসভার বাদল অধিবেশন ৷ আজ, বুধবার অধিবেশনের তৃতীয় দিন ৷ এ দিন পশ্চিমবঙ্গে নারী নির্যাতন নিয়ে মুলতুবি প্রস্তাব আনতে চেয়েছিল বিজেপি ৷ কিন্তু অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় সেই অনুমতি না দেওয়ায় ওয়াক আউট করেন বিজেপি বিধায়করা ৷

Monsoon Session
Monsoon Session

By

Published : Jul 26, 2023, 12:06 PM IST

Updated : Jul 26, 2023, 1:47 PM IST

নারী নির্যাতন নিয়ে মুলতুবি প্রস্তাব আনতে না পেরে বিধানসভায় বিজেপির ওয়াক আউট

কলকাতা, 26 জুলাই:মণিপুর ইস্যুতে রোজই বিরোধী রাজনৈতিক দলগুলির বিক্ষোভের জেরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হচ্ছে সংসদে ৷ এবার পশ্চিমবঙ্গ বিধানসভাও উত্তপ্ত হয়ে উঠল বিরোধীদের বিক্ষোভের জেরে ৷ তবে এখানে ইস্যু নারী নির্যাতন ৷ বুধবার বিধানসভায় প্রধান বিরোধী দল বিজেপির তরফে নারী নির্যাতন নিয়ে মুলতুবি প্রস্তাব আনতে চাওয়া হয় ৷ প্রস্তাব পাঠ করতে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে অনুমতি চান বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল ৷ কিন্তু অধ্যক্ষ সেই অনুমতি দিতে রাজি হননি ৷ ফলে বিজেপি বিধায়করা বিধানসভা থেকে ওয়াক আউট করেন ৷ অধিবেশন কক্ষের বাইরে এসে রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন তাঁরা ৷

বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল বলেন, ‘‘মুলতুবি প্রস্তাব অধ্যক্ষ পড়তে দেননি ৷ সেই কারণে বিধানসভার মধ্যে প্রতিবাদ শুরু করেছি ৷ আমরা বাইরে বেরিয়ে এসে বিষয়টি আপনাদের সামনে রাখতে চাইছি ৷ যে দুই আদিবাসী মহিলাকে উলঙ্গ করে মারা হয়েছে, সেই বিষয়ে আমরা আলোচনা চেয়েছি ৷’’

বিধানসভায় বিজেপির বিক্ষোভ: এবার পশ্চিমবঙ্গ বিধানসভায় বাদল অধিবেশন শুরু হয়েছে গত সোমবার ৷ মঙ্গলবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন যে বুধবার বিজেপি পরিষদীয় দলের মহিলা বিধায়কদের তরফে নারী নির্যাতন নিয়ে মুলতুবি প্রস্তাব আনা হবে ৷ সেই মতো নোটিশও জমা দেওয়া হয় ৷ কিন্তু অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালকে সেই মুলতুবি প্রস্তাব পাঠ করতে দেননি ৷

আরও পড়ুন:বিচারাধীন বিষয় মণিপুর নিয়ে কেন আলোচনা, বিধানসভায় প্রশ্ন শুভেন্দুর

তাই নিয়ে শুরু হয় বিক্ষোভ ৷ তার পর বিজেপি বিধায়করা ওয়াক আউট করেন ৷ বাইরে এসে বিক্ষোভ দেখাতে শুরু করেন ৷ সেই বিক্ষোভের নেতৃত্বে ছিলেন গেরুয়া শিবিরের মহিলা বিধায়করা ৷ সেখানে আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল সরাসরি নিশানা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ৷ প্রশ্ন তোলেন, মণিপুরের ঘটনার সমালোচনা করেও কেন বাংলায় নারী নির্যাতন নিয়ে নীরব মমতা ?

অগ্নিমিত্রা পাল বলেন, ‘‘21 জুলাইয়ের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী (মমতা বন্দ্যোপাধ্যায়) এক মিনিট নীরবতা পালন করছেন মণিপুরের জন্য ৷ মণিপুরের ঘটনার প্রতিবাদ জানাচ্ছেন ৷ খুব ঘৃণ্য ঘটনা ৷ আমরাও সেই ঘটনার নিন্দা করছি ৷ কিন্তু তার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গে সাতগাছিয়া, পাঁচলা, মালদা, মুর্শিদাবাদ, রায়না, কোচবিহার, উত্তর দিনাজপুর - এত যে ঘটনা প্রতিদিন হচ্ছে, তাঁরা কি বাংলার মেয়ে নয় ? একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ই বাংলার মেয়ে ? মণিপুরের মেয়ের জন্য আপনার দুঃখ হয় ৷ চোখের জল ফেলেন ৷ হাথরসের জন্য চোখের জল ফেলেন ৷ এই যে মেয়ে গুলো আপনার রাজ্যে, আপনার নেতৃত্বে যে হচ্ছে ৷ সেগুলোর জন্য় আপনার মন কাঁদে না ?’’

মমতার বিরুদ্ধে অগ্নিমিত্রার অভিযোগ: বাংলায় নারী নির্যাতনের প্রসঙ্গ তুলে অগ্নিমিত্রা পাল অভিযোগ করেন, পশ্চিমবঙ্গে যে মহিলাদের উপর অত্যাচার হচ্ছে, সেটা নিয়ে তাঁদের কথা বলতে দেওয়া হচ্ছে না বিধানসভার মধ্যে ৷ তাঁরা এই নিয়ে ধিক্কার জানাচ্ছেন মুখ্যমন্ত্রীকে ৷ বিজেপি বিধায়কের কটাক্ষ, ‘‘আপনি (মমতা) মহিলা হয়ে পশ্চিমবঙ্গের মহিলাদের সুরক্ষা দিতে পারছেন না ৷’’

একই সঙ্গে তিনি বলেন, ‘‘মণিপুর নিয়ে যদি প্রস্তাব আনেন, আমরা স্বাগত জানাব ৷ কিন্তু তার আগে পশ্চিমবঙ্গে যে মেয়েরা ধর্ষিতা হচ্ছে, লাঞ্ছিতা হচ্ছে....সেগুলো নিয়েও তো আলোচনা চাই ৷’’ তাঁর হুঁশিয়ারি, ‘‘এর উত্তর চাই ৷ যতক্ষণ না বিচার পাচ্ছি, লড়াই চলবে ৷ যে যে বিষয়ে শাসক দলকে জবাবদিহি করতে হবে, সেগুলো নিয়ে তারা আলোচনা করতে চান না ৷’’

আরও পড়ুন:বাদল অধিবেশনে আসতে পারে দু’টি অর্থ বিল, রাজ্যপালকে আগাম জানিয়ে এলেন মুখ্যমন্ত্রী

Last Updated : Jul 26, 2023, 1:47 PM IST

ABOUT THE AUTHOR

...view details