কলকাতা, 2 নভেম্বর : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের শৈশবের ছবি নিয়ে বই প্রকাশ করতে চলেছে রাজ্য BJP । বইটির নাম "ছোটোদের শ্যামাপ্রসাদ"। ভাবনা ও বই প্রকাশের মূল উদ্যোগী সপ্তর্ষি চৌধুরি । ছবি এঁকেছেন আর্ট কলেজের ছাত্র সুরজিৎ চক্রবর্তী । পুরো পরিকল্পনা BJP-র সাধারণ সম্পাদক সুব্রত চট্টোপাধ্যায়ের ।
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের শৈশবের ছবি নিয়ে বই প্রকাশ BJP-র - BJP to publish a book in book fair
ছোটোদের শ্যামাপ্রসাদ ৷ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের শৈশবের ছবি নিয়ে বই প্রকাশ করতে চলেছে রাজ্য BJP ৷ এবার কলকাতা বইমেলায় প্রকাশ পাবে এই বই ৷
BJP-সূত্রে খবর, বইটির উদ্বোধন করতে আসছেন প্রাধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অমিত শাহ । কলকাতা বইমেলায় এই বইটি আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হবে ৷ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আদর্শকে বাংলার মানুষের কাছে তুলে ধরতে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে ৷ বইটিতে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের শৈশবের নানা স্মৃতিবিজড়িত অধ্যায় তুলে ধরা হয়েছে ৷ এই বিষয়ে BJP-র সাধারণ সম্পাদক সুব্রত চট্টোপাধ্যায় বলেন, "বাংলা ও বাঙালির কাছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদান চিরস্মরণীয় । শ্যামাপ্রসাদ বাঙালির গর্ব ৷ তাই তাঁর ছোটোবেলার স্মৃতি নিয়েই প্রকাশিত হচ্ছে বিশেষ এই বই ৷ আশা করছি কলকাতা বইমেলায় আনুষ্ঠানিকভাবে এই বইটির প্রকাশ হবে । বাংলার পাশাপাশি হিন্দিতেও এই বইটি প্রকাশ করা হবে । দেশজুড়ে পাওয়া যাবে এই বই ৷ ইতিমধ্যেই প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর থেকে সময় চেয়ে চিঠি দিয়েছি ।"
BJP-র মিডিয়া সেলের কনভেনার সপ্তর্ষি চৌধুরি বলেন, "শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বাঙালির কাছে উপেক্ষিত নায়ক । বাংলাকে অখণ্ড রাখতে এই মহান মানুষটির অবদান কোনওদিন ভোলার নয় । কিন্তু রাজনৈতিকভাবে অধিকাংশ বাঙালির কাছে অপরিচিত করে রাখা হয়েছে এই মানুষটিকে । বর্তমান রাজ্য সরকার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে নিয়ে কোনও কর্মসূচি করেনি । আমরা ছোটোদের জন্য সহজ বাংলায় রঙিন ছবিতে আকর্ষণীয়ভাবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের শৈশবের কিছু ঘটনা তুলে ধরছি ৷ রাজ্যের মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে চাইছি শ্যামাপ্রসাদকে ।"