কলকাতা, 31 মে:2024-এর লোকসভা নির্বাচনের (2024 Lok Sabha elections) আগে ফের বুথ স্তরের তথ্য সংগ্রহ করবে বিজেপি । বিজেপি সূত্রে জানা গিয়েছে, রাজ্যে প্রায় 78 হাজার বুথের তথ্য সংগ্রহের কাজ নতুন করে শুরু হচ্ছে (BJP to collect info from booth level)৷
সূত্রের খবর, বিজেপির রাজ্য (Bengal BJP) নেতৃত্ব দিল্লিকে রিপোর্ট দিয়েছিল যে, শুধুমাত্র মিসকলের মাধ্যমেই এই রাজ্যে বিজেপির 40 লক্ষ মানুষ বিজেপির সদস্যপদ নিয়েছিলেন । কিন্ত 2021-এর বিধানসভা নির্বাচনের পর কেন্দ্রীয় নেতৃত্বের নজরে আসে, রাজ্য নেতৃত্ব যে রিপোর্ট দিল্লিকে পাঠিয়েছিল সেই রিপোর্ট আদৌ সঠিক ছিল না ৷ সেখানে অনেকটাই বাড়িয়ে বলা হয়েছিল ৷ তাই এ বার দিল্লির নির্দেশে বিশেষ সফটওয়্যার ব্যবহার করার নির্দেশ দেওয়া হল রাজ্য নেতৃত্বকে ।
বিজেপি সূত্রে জানা গিয়েছে, বুথ পর্যায়েও বিজেপির সাংগঠনিক শক্তির নিরিখে বাংলা অনেকটা পিছিয়ে । এ বার থেকে সম্পূর্ণ অনলাইনে ডেটা সংগ্রহ করার নির্দেশ দেওয়া হয়েছে । বুথ, মণ্ডল স্তরের যে তথ্য দিল্লিকে পাঠানো হয়েছে, সেখানে অনেকটা গরমিল ছিল । তাই 2024-এর লোকসভা নির্বাচনের আগে রাজ্যজুড়ে ফের তথ্য সংগ্রহের কাজ করবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ।