পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Suvendu Adhikari on Narada: নারদা স্টিং ছাড়া কোনও অভিযোগ নেই: শুভেন্দু - রাজ্য়ের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

নারদা স্টিং অপারেশন ছাড়া অন্য় কোনও দুর্নীতির সঙ্গে তাঁর নাম জড়ানো সম্ভব নয় বলে দাবি রাজ্য়ের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) । যা নিয়ে পালটা তৃণমূলের তরফে টিপ্পনী কাটা হচ্ছে, শেষ পর্যন্ত শাসক দলের অভিযোগ শুভেন্দু বকলমে মেনেই নিলেন এদিন ।

Etv Bharat
শুভেন্দু অধিকারী

By

Published : Mar 23, 2023, 11:04 PM IST

Updated : Mar 24, 2023, 6:24 AM IST

শাসক দলের অভিযোগ শুভেন্দু বকলমে মেনেই নিলেন

কলকাতা, 23 মার্চ:খুব দুর্বল চিত্রনাট্য রচনা করেছেন পার্থ চট্টোপাধ্য়ায় এবং তাঁর সহযোগীরা। বৃহস্পতিবার এই ভাষাতেই তীব্র কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন রাজ্য়ের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । একদা পার্থ চট্টোপাধ্য়ায়ের 'কলিগ' এখন তাঁর বিরুদ্ধেই একের পর এক তীর ছুঁড়ে দিলেন । তবে এদিন অবশ্য় শুভেন্দু (Suvendu Adhikari) বকলমে স্বীকার করে নিয়েছেন, নারদা স্টিং অপারেশন ছাড়া অন্য় কোনও দুর্নীতির সঙ্গে তাঁর নাম জড়ানো সম্ভব নয় । যা নিয়ে পালটা তৃণমূলের তরফে টিপ্পনী কাটা হচ্ছে, শেষ পর্যন্ত শাসক দলের অভিযোগ শুভেন্দু বকলমে মেনেই নিলেন এদিন ।

এদিন শুভেন্দু জানান, এমন চিত্রনাট্য জেলে থাকা সুদীপ্ত সেনকে দিয়েও আগে লেখানোর চেষ্টা করা হয়েছিল । সব বিষয়ই তাঁদের কাছে স্পষ্ট বলেও দাবি করেছেন বিজেপি নেতা । এদিন তিনি বলেন, "দেবাশিস চক্রবর্তী যিনি প্রেসিডেন্সি জেলের সুপার তাঁর ফোন এবং সাড়ে তিন বছর জেল খাটা মাল, দু'জনের ফোন মিলিয়ে দেখা হোক।" অন্য়দিকে, এদিন নাম না-করে কুণাল ঘোষকেও তোপ দেগেছেন শুভেন্দু । তাঁর কথায়, "সাড়ে তিন বছর জেল খাটা লোকের সঙ্গে আট মাসের জেল খাটা লোকের কথা কীভাবে মিলে যায়? গতকাল বিকেল চারটা থেকে 4:15 পর্যন্ত জেল সুপারের ঘরে পার্থ চট্টোপাধ্য়ায় এবং পার্থ চট্টোপাধ্য়ায়ের আইনজীবী ছিলেন । সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংরক্ষণ করা হোক । এসব দুর্বল চিত্রনাট্য ।"

আরও পড়ুন:পার্থর চিত্রনাট্য দুর্বল, 'নো ভোট টু মমতা' স্লোগান শুভেন্দুর

পার্থ চট্টোপাধ্য়ায়কে সুপারিশ পত্র দিয়েছেন এমন কোনও প্রমাণ দেখাতে পারবে না বলেও চ্য়ালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন তিনি । তবে এর সঙ্গেই তাঁর বিরুদ্ধে নারদা স্টিং অপারেশন ছাড়া আর কোনও প্রমানিত অভিযোগ নেই বলেও দাবি করেন শুভেন্দু । তিনি বলেন, "আমার তিন দশকের রাজনৈতিক ক্যারিয়ারে নারদা কেলেঙ্কারি ছাড়া আর আমার বিরুদ্ধে কোনও অভিযোগ নেই। নারদা কন্সপিরেসি মেড বাই ভাইপো। তৃণমূল কংগ্রেসের যাদেরকে তিনি সহ্য করতে পারতেন না, যাদেরকে মনে করতেন আগামী দিনের বেরিয়ার, তাঁদের বিরুদ্ধেই কেডি সিংয়ের মাধ্যমে কনস্পিরেসি করা হয়েছিল।"

Last Updated : Mar 24, 2023, 6:24 AM IST

ABOUT THE AUTHOR

...view details