কলকাতা, 23 মার্চ:খুব দুর্বল চিত্রনাট্য রচনা করেছেন পার্থ চট্টোপাধ্য়ায় এবং তাঁর সহযোগীরা। বৃহস্পতিবার এই ভাষাতেই তীব্র কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন রাজ্য়ের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । একদা পার্থ চট্টোপাধ্য়ায়ের 'কলিগ' এখন তাঁর বিরুদ্ধেই একের পর এক তীর ছুঁড়ে দিলেন । তবে এদিন অবশ্য় শুভেন্দু (Suvendu Adhikari) বকলমে স্বীকার করে নিয়েছেন, নারদা স্টিং অপারেশন ছাড়া অন্য় কোনও দুর্নীতির সঙ্গে তাঁর নাম জড়ানো সম্ভব নয় । যা নিয়ে পালটা তৃণমূলের তরফে টিপ্পনী কাটা হচ্ছে, শেষ পর্যন্ত শাসক দলের অভিযোগ শুভেন্দু বকলমে মেনেই নিলেন এদিন ।
এদিন শুভেন্দু জানান, এমন চিত্রনাট্য জেলে থাকা সুদীপ্ত সেনকে দিয়েও আগে লেখানোর চেষ্টা করা হয়েছিল । সব বিষয়ই তাঁদের কাছে স্পষ্ট বলেও দাবি করেছেন বিজেপি নেতা । এদিন তিনি বলেন, "দেবাশিস চক্রবর্তী যিনি প্রেসিডেন্সি জেলের সুপার তাঁর ফোন এবং সাড়ে তিন বছর জেল খাটা মাল, দু'জনের ফোন মিলিয়ে দেখা হোক।" অন্য়দিকে, এদিন নাম না-করে কুণাল ঘোষকেও তোপ দেগেছেন শুভেন্দু । তাঁর কথায়, "সাড়ে তিন বছর জেল খাটা লোকের সঙ্গে আট মাসের জেল খাটা লোকের কথা কীভাবে মিলে যায়? গতকাল বিকেল চারটা থেকে 4:15 পর্যন্ত জেল সুপারের ঘরে পার্থ চট্টোপাধ্য়ায় এবং পার্থ চট্টোপাধ্য়ায়ের আইনজীবী ছিলেন । সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংরক্ষণ করা হোক । এসব দুর্বল চিত্রনাট্য ।"