পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

BJP Social Media Campaign : পৌরভোটে সোশ্যাল মিডিয়ায় প্রচারে জোর বিজেপির - BJP Social Media Campaign

রাজ্যে বাড়ছে করোনা সংক্রমণ ৷ এই পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ার প্রচারে জোর দিচ্ছে বঙ্গ বিজেপি (BJP stressing on campaigning via social media)। প্রচার করা হবে ফেসবুক, ইউটিউব চ্যানেলের মাধ্যমে ৷

BJP Campaign On Social Media
পৌরভোটে সোশ্যাল মিডিয়ায় প্রচারে জোর বিজেপির

By

Published : Jan 4, 2022, 7:33 AM IST

কলকাতা, 4 জানুয়ারি : রাজ্যে ঊর্ধ্বমুখী করোনার গ্রাফ। এই পরিস্থিতিতে বিধাননগর, আসানসোল, শিলিগুড়ি, চন্দননগর-সহ সবকটি পৌরনিগমের নির্বাচনে পৌরনিগম ভিত্তিক সোশ্যাল মিডিয়ার প্রচারে জোর দিচ্ছে বিজেপি (BJP stressing on campaigning via social media)। প্রস্তুত রয়েছে বিজেপির আইটি সেলও। আর দিল্লির আইটি সেলও রাজ্যকে সবরকম সহযোগিতা করতে বিশেষ টিম পাঠাচ্ছে।

বিজেপির সূত্রে খবর, রাজ্যে করোনা বাড়ছে। ফলে বাড়ি বাড়ি প্রচারে নয়, ফেসবুক আইডিতে এসএমএস ও ভিডিয়ো বার্তা পাঠানোর পরিকল্পনা করেছে বঙ্গ বিজেপি। সবকটি পৌরসভা এলাকায় একই মডেলে প্রচারের পরিকল্পনা করা হচ্ছে। এর জন্য দিল্লির বিশেষ আইটি সেলও কলকাতায় এসেছে। বিজেপির সর্বভারতীয় আইটি সেল ইনর্চাজ অমিত মালব্যের মস্তিষ্ক প্রসূত এই পরিকল্পনা বলেই মনে করা হচ্ছে। এক-দু'দিনের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় প্রচার শুরু করা হবে। বিজেপি সূত্রে খবর, একটি পৌরনিগমে কমপক্ষে 10 জন যুবক নিয়োগ করা হবে। এই যুবকরা প্রার্থীদের সোশ্যাল মিডিয়ায় প্রচারে সহযোগিতা করবে।

আরও পড়ুন: এবার বিজেপি'র হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন শান্তনু ঠাকুর

কীভাবে প্রচার হবে? বিজেপির তরফে জানানো হয়েছে, ফেসবুক, ইউটিউব চ্যানেলে মূল প্রচারটা করা হবে। এছাড়াও অন্য সমস্ত সোশ্যাল মাধ্যমগুলিকেও কাজে লাগানো হবে। বিজেপির সোশ্যাল মিডিয়ার ইনচার্জ উজ্জ্বল পারেখ বলেন, "দিল্লির নির্দেশ মেনেই পৌরনিগম ভোটের প্রচারে বিজেপির আইটি সেল নামছে। সমস্ত পৌরভোটে বিজেপি প্রার্থীদের বলা হয়েছে সোশ্যাল মিডিয়ায় প্রচারে সবরকম সহযোগিতা করা হবে।"

ABOUT THE AUTHOR

...view details