পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Sukanta Meets Governor: রাজভবনে সুকান্ত, আলোচনা হতে পারে একাধিক বিষয়ে

বুধবার সকালে রাজভবনে পৌঁছলেন বিজেপি রাজ্যসভাপতি সুকান্ত মজুমদার (BJP State President Sukanta Majumder reaches Raj Bhavan) ৷ সেমি হাইস্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেসে হামলার পাশাপাশি পঞ্চায়েত নির্বাচন নিয়ে একাধিক বিষয় নিয়ে আলোচনার জন্য সুকান্তর রাজ্যপাল সাক্ষাৎ বলে মনে করছে ওয়াকিবহাল মহল ৷

Governor C V Ananda Bose
রাজ্যপাল সিভি আনন্দ বোসের সাক্ষাতে সুকান্ত মজুমদার

By

Published : Jan 4, 2023, 1:06 PM IST

Updated : Jan 4, 2023, 5:00 PM IST

কলকাতা, 4 ডিসেম্বর:একাধিক বিষয়ে আলোচনা করতে বুধবার রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করতে গেলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ বুধবার সকালে রাজভবনে যান বিজেপি সাংসদ ৷ যদিও রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে ঠিক কী কী বিষয়ে আলোচনা করবেন তিনি, তার উত্তর মেলেনি ৷ তবে রাজ্যপালের সঙ্গে বিজেপি রাজ্য সভাপতির সঙ্গী হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari along with Sukanta Majumdar meet Governor CV Ananda Bose)৷

বাংলায় পথচলা শুরুর করার ঠিক পরেই পরপর দু'দিন হামলার শিকার হয়েছে সেমি হাইস্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস ৷ সে বিষয়ে আলোচনা তো আছেই, পাশাপাশি চলতি বছর রাজ্যে পঞ্চায়েত নির্বাচন নিয়ে একাধিক বিষয় নিয়ে আলোচনার জন্য রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোসের সঙ্গে আলোচনা করতেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে এদিন রাজভবনে সুকান্ত মজুমদার ৷

দোরগোড়ায় রাজ্যের পঞ্চায়েত নির্বাচন। আর তার আগেই রাজ্যের বিভিন্ন জায়গায় অশান্তির পরিবেশ সৃষ্টি হয়েছে। রেহাই পায়নি সবেমাত্র রাজ্য তথা পূর্ব ভারতে চালু হওয়া বন্দে ভারত এক্সপ্রেস। পরপর দু'দিন পাথর ছুড়ে নিশানা করা হয় সেমি হাইস্পিড ট্রেনটিকে। তাই মনে করা হচ্ছে পঞ্চায়েত নির্বাচন সুষ্ঠভাবে সম্পন্ন করাতে রাজ্যপালের কাছে কেন্দ্রীয় বাহিনীর আবেদন করতে পারেন শুভেন্দু-সুকান্ত । 30 ডিসেম্বর প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উপস্থিতিতে রাজ্যে উদ্বোধন হয়েছে বন্দে ভারত এক্সপ্রেস। আর পয়লা জানয়ারি থেকে পরিষেবা চালু হতে না হতেই দু'বার ট্রেনটির উপর হামলা বাংলায় কতটা প্রভাব ফেলতে পারে, সে বিষয়েও আলোচনা নিশ্চিত হবে বলে মনে করছে ওয়াকিবহালমহল ৷

আরও পড়ুন:বোমা আর গুলি ছাড়া এই রাজ্যে সরকার চলছে না: সুকান্ত

অন্যদিকে, সম্প্রতি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বোমা বিস্ফোরণের ঘটনা সামনে আসছে। কোচবিহার থেকে বীরভূম, মালদহ থেকে পূর্ব মেদিনীপুর, বোমা বিস্ফোরণে শিশু থেকে বৃদ্ধ আহত এবং নিহতের সংখ্যা নেহাত কম নয়। এই বিষয় নিয়েও আজ রাজ্যপালের সঙ্গে বিস্তারিত কথা বলতে পারেন গেরুয়া শিবিরের দুই প্রতিনিধি। কথা হতে পারে প্রধানমন্ত্রীর আবাস যোজনা নিয়েও রাজ্যের বিভিন্ন জায়গা থেকে যে অশান্তি এবং দুর্নীতির খবর আসছে, তা নিয়েও ৷

Last Updated : Jan 4, 2023, 5:00 PM IST

ABOUT THE AUTHOR

...view details