কলকাতা, 20 অক্টোবর : কোরোনা মুক্ত দিলীপ ঘোষ । সল্টলেকের বেসরকারি হাসপাতাল থেকে নিউটাউনের বাড়িতে ফিরলেন । কোরোনা আক্রান্ত হয়ে 17 অক্টোবর হাসপাতালে ভরতি হয়েছিলেন তিনি ।
বেসরকারি ওই হাসপাতালেই চিকিৎসা চলছিল BJP-র রাজ্য সভাপতির । ধীরে ধীরে তাঁর স্বাস্থ্যের উন্নতি হয় । চিকিৎসকরা আজ সকালবেলায় সিদ্ধান্ত নেন, তাঁকে ছেড়ে দেওয়া হবে । সকাল সাড়ে দশটা নাগাদ তাঁকে ছেড়ে দেওয়া হয় । রাজ্য সভাপতিকে স্বাগত জানাতে হাসপাতালের বাইরে প্রচুর BJP সমর্থক উপস্থিত হন ।
হাসপাতালের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হন দিলীপ । বলেন, "এখনই বাইরে বেরোবেন না । প্রচুর সংক্রমণ হচ্ছে । সুস্থ থাকুন । এখনও স্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়নি । সেই কারণে নিজেকে সুস্থ রেখে পুজো দেখুন ।"