কলকাতা, 25 অগস্ট: এসএসকে-এমএসকে শিক্ষিকাদের উত্তরবঙ্গে বদলি করার প্রতিবাদে গতকাল বিকাশ ভবনের সামনে বিষখান 5 শিক্ষিকা ৷ তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন ৷ আজ হেস্টিংসে বিজেপি কার্যালয়ে সাংবাদিক বৈঠকে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷ তিনি বলেন, "রাজ্যের শিক্ষাব্যবস্থা এমন জায়গায় পৌঁছেছে যেখানে বিচার না পেয়ে পার্শ্বশিক্ষক এবং পার্ট-টাইম শিক্ষক-শিক্ষিকাদের আত্মহত্যার চেষ্টার পথ বেছে নিতে হচ্ছে । এটা পশ্চিমবঙ্গের পক্ষে খুবই লজ্জাজনক ঘটনা ৷ "
নির্বাচনের আগে থেকেই রাজ্য সরকারের একাধিক কাজকর্ম নিয়ে সরব হয়েছে বিজেপি ৷ নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে সেই আক্রমণের ধারা অব্যাহত রেখেছে বিধানসভার বিরোধী দল বিজেপি ৷ আজ অসুস্থ 5 শিক্ষিকাদের দেখতে হাসপাতালে যান কেন্দ্রীয় শিক্ষা রাষ্ট্রমন্ত্রী সুভাষ সরকার ৷ তবে হাসপাতালে পৌঁছে তিনি পুলিশের বাধার সম্মুখীন হন ৷ এরপরেই রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগেন তিনি ৷