কলকাতা, 5 মে : একাধিক কর্মসূচি নিয়ে বঙ্গ সফরে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ শুক্রবার রাজ্য বিজেপির সদর কার্যালয় মুরলিধর সেন লেনে তিনি আসতে পারেন বলে বিজেপি সূত্রে খবর ৷ এই খবরের পাওয়ার পরই বিজেপির প্রধান সদর দফতর মুরলিধর সেন লেনে সাজসাজ রব (BJP State Head Office Preparing for Visit of Amit Shah) ।
প্রসঙ্গত, এর আগে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর মন্ত্রীসভার প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী লালকৃষ্ণ আদবানি দু'বার কলকাতা সফরে এসে মুরলিধর সেন লেনের দলীয় কার্যালয়ে আসার কথা জানালেও দু'বারই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার নিরাপত্তার কারণ দেখিয়ে তা বাতিল করা হয়েছিল । সেই দিক থেকে দেখলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রাজ্য বিজেপির সদর দফতরে আসা নিয়েও রয়েছে সংশয় ৷
তবে বিজেপি সূত্রে খবর, রাজ্য দফতরে এলে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার প্রথমেই অমিত শাহকে উত্তরীয় দিয়ে বরণ করে নেবেন। এরপর শঙ্খ বাজিয়ে বিজেপির মহিলা মোর্চার কর্মীরা স্বরাষ্ট্রমন্ত্রীকে অভ্যর্থনা জানাবেন । এরপর অমিত শাহ বঙ্গ বিজেপির দলীয় কার্যালয়ে বেশ কিছুক্ষণ থাকতেও পারেন বলে খবর।
আরও পড়ুন :Amit Shah on CAA : করোনা মিটলেই সিএএ, রাজ্যে এসেই ঘোষণা অমিত শাহের
অমিত শাহ বিজেপির সদর কার্যালয়ে আসা নিশ্চিত না-হলেও আয়োজনে খামতি নেই ৷ থাকছে এলাহি খাওয়া-দাওয়ার আয়োজন ৷ তীব্র গরমে সরবত দিয়ে শুরু ৷ থাকছে প্রিয় রসগোল্লা, সন্দেশ, রাবড়ি, লুচি, আলুর দম, সুজি, ছানা-সহ একগুচ্ছ বাঙালি খাবারের সম্ভার ৷ স্পেশাল মেনু হিসাবে থাকছে পুটি রামের মিষ্টি দই ।