পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ব্রিগেড গ্রাউন্ড পরিষ্কারে নামল BJP - campaigned

BJP-র সাধারণ সম্পাদক(সংগঠন) সুব্রত চট্টোপাধ্যায়ের নেতৃত্বে আজ ব্রিগেড প্যারেড গ্রাউন্ড পরিষ্কার করতে নামল রাজ্য BJP-র কর্মী সমর্থকরা।

নরেন্দ্র মোদির জনসভার পর ব্রিগেড গ্রাউন্ড পরিষ্কার করছেন BJP কর্মীরা

By

Published : Apr 4, 2019, 10:47 PM IST

কলকাতা, 4 এপ্রিল : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসভার পর আজ ব্রিগেড প্যারেড গ্রাউন্ড পরিষ্কারে নামল রাজ্য BJP। BJP-র সাধারণ সম্পাদক (সংগঠন) সুব্রত চট্টোপাধ্যায়ের নেতৃত্বে BJP-র কর্মী সমর্থকরা ঝাড়ু হাতে ব্রিগেড পরিষ্কার করে।

BJP-র সাধারণ সম্পাদক (সংগঠন) সুব্রত চট্টোপাধ্যায় বলেন, "আমরা BJP-র সমস্ত সেল ও মোর্চার সংগঠনকে কড়া নির্দেশ দিয়েছিলাম যে তারা যেন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে জমে থাকা নোংরা পরিষ্কার করে ব্রিগেডকে আগের অবস্থায় ফিরিয়ে দেয়। সেই মতো আজ আমরা ব্রিগেডের নোংরা পরিষ্কার কর্মসূচিতে সামিল হয়েছি। ব্রিগেডকে আগের অবস্থায় ফিরিয়ে দিতেই এই পরিকল্পনা করেছি।"

অন্যদিকে, আজ কলকাতা পৌরনিগমের পক্ষ থেকে সাফাইকর্মীরাও ব্রিগেডের বিভিন্ন জায়গায় জমে থাকা নোংরা গাড়িতে করে তুলে অন্য জায়গায় নিয়ে যায়।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details